বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নতুন মৌসুমের প্রস্তুতি আনুষ্ঠানিকভাবে শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গত শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যায় দেশের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাটি বিপিএলে দল নিতে আগ্রহী প্রতিষ্ঠানগুলোর জন্য আহ্বান করেছে এক্সপ্রেশন অব ইন্টারেস্ট। এবারও দেশের ১০টি অঞ্চলের নামে ফ্র্যাঞ্চাইজি মালিকানা নেয়ার সুযোগ থাকছে— ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, কুমিল্লা, সিলেট ও নোয়াখালী।
তবে আগ্রহী সব প্রতিষ্ঠান দল পাবে না। বিসিবি জানিয়েছে, ক্রাইটেরিয়া পূরণে সক্ষম পাঁচটি প্রতিষ্ঠানকেই দেয়া হবে বিপিএল ফ্র্যাঞ্চাইজির মালিকানা। অর্থাৎ, দশ অঞ্চলের মধ্যে মাত্র পাঁচটি দল নিয়েই এবারের আসর আয়োজনের পরিকল্পনা করছে তারা।
যদিও বিদেশি কোনো প্রতিষ্ঠানকে এবারও বিপিএলে অংশ নেওয়ার অনুমতি দিচ্ছে না বিসিবি। গত শনিবার সিলেটে অনুষ্ঠিত এনসিএল টি-টোয়েন্টি ফাইনালের সময় বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির সহ-সভাপতি ফারুক আহমেদ। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি হেসে বলেন,
“এটা মনে হয় এবারও ছাড়ে নাই।”
ফারুক জানান, বিপিএলে ভালো মানের বিদেশি ক্রিকেটার না পাওয়ার মূল কারণ হলো সূচি সংঘর্ষ— বিশেষ করে সংযুক্ত আরব আমিরাতে আয়োজিত আইএল টি-টোয়েন্টির সঙ্গে। তার ভাষায়,
“আমাদের সবচেয়ে বড় অসুবিধা হবে যদি আইএল টি-টোয়েন্টির (দুবাই) সঙ্গে ক্ল্যাশ হয়। কারণ, ওখানে নয়জন বিদেশি খেলোয়াড় খেলে। ওইটার সঙ্গে যদি সময়টা না মেলে, তাহলে অনেক বেশি বিদেশি খেলোয়াড় পাওয়া যাবে।”
পাকিস্তানি ক্রিকেটারদের বিদেশি লিগে খেলার অনুমতি না দেয়ায় (এনওসি) কিছুটা সমস্যা তৈরি হলেও ফারুক আশাবাদী অন্য দেশগুলো তা পূরণ করবে।
“পাকিস্তানের এনওসির সমস্যা আছে, জানি কিছু দল এতে ভুগছে। শ্রীলঙ্কা কবে খেলোয়াড় ছাড়বে, সেটাও নিশ্চিত না। তবে আমার মনে হয়, আইএল টি-টোয়েন্টির সঙ্গে সময় না মেললে সেটা পূরণ হয়ে যাবে। যদিও পাকিস্তানিরা আমাদের লিগে সবসময় প্রভাবশালী, কিন্তু এবার হয়তো অন্য দেশের খেলোয়াড়রা জায়গা পূরণ করবে।”
সব মিলিয়ে, দেশের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ বিপিএলকে ঘিরে ইতোমধ্যেই শুরু হয়ে গেছে উন্মাদনা। এবার দেখা যাক, কোন পাঁচটি প্রতিষ্ঠান নতুন করে ক্রিকেটের এই জমজমাট প্রতিযোগিতায় জায়গা করে নিতে পারে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















