বিপিএলে সিলেটের প্রধান কোচ সোহেল ইসলাম । দরজায় কড়া নাড়ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের জমজমাট লড়াই। আগামী ১৯ ডিসেম্বর শুরু হবে বিপিএলের এবারের আসর। তার আগে আসন্ন ১২তম আসরের খেলোয়াড় নিলাম ৩০ নভেম্বর। আর এবারের বিপিএলে সিলেটের প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন কোচ সোহেল ইসলাম।
দীর্ঘ দিন ধরে বিসিবিতে কোচিংয়ের দায়িত্ব পালন করা সোহেল ইসলামকে প্রধান কোচের দায়িত্ব দিতে যাচ্ছে সিলেট টাইটান্স, এমন গুঞ্জন অনেক আগেই শোনা গিয়েছিল। আজ (২৭ নভেম্বর) নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে আনুষ্ঠানিকভাবে সেটা নিশ্চিত করল সিলেট।
ঘরোয়া ক্রিকেটে কোচ হিসেবে বেশ সুনাম রয়েছে সোহেলের। অনূর্ধ্ব-১৯ দল, ডেভেলপমেন্ট ক্যাম্প এবং বাংলাদেশ টাইগার্সের মতো জাতীয় দলের পাইপলাইন নিয়েও কাজ করেছেন তিনি। বাংলাদেশ জাতীয় দলেও খণ্ডকালীন স্পিন বোলিং কোচের দায়িত্ব পালন করেছেন। এছাড়া বিসিবির কোচ হিসেবে প্রায় ৭ বছর ধরে কাজ করে আসছেন।
তবে কোচিং প্যানেলে সোহেল ছাড়াও আরও চমক রাখতে যাচ্ছে সিলেট। এই দলটির ব্যাটিং কোচ হিসেবে দেখা যেতে পারে বিপিএলের অন্যতম সফল সাবেক অধিনায়ক ইমরুল কায়েসকে। বিপিএলের গত আসরেও খেলোয়াড় হিসেবে মাঠে ছিলেন তিনি। বোলিং কোচের দায়িত্বে আসতে পারেন সাবেক বাঁহাতি পেসার সৈয়দ রাসেল।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩





















