চোখের রেটিনার সমস্যার জন্য ডাক্তার দেখাতে গত ১৪ তারিখ লন্ডন গিয়েছিলেন জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান। সেবার ডাক্তার তেমন কোনো সমস্যার কথা না বলায় ১৮ তারিখ রাতে দেশে ফেরেন এই বিশ্বসেরা অলরাউন্ডার। তবে ভক্তদের জন্য দুঃসংবাদ, গতকাল আবারো চোখে সমস্যা দেখা দিয়েছে সাকিবের।
গতকাল বিপিএলের দশম আসরে নিজেদের প্রথম ম্যাচ খেলেছে সাকিবের দল রংপুর রাইডার্স। ব্যাট হাতে এই অলরাউন্ডার মাত্র ২ রান করলেও বল হাতে ১৬ রান দিয়ে তুলে নিয়েছেন ২ উইকেট।
ম্যাচশেষে সংবাদ সম্মেলনে রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান জানিয়েছেন, চোখের সমস্যায় এখনো ভুগছেন সাকিব।
এদিন সোহান বলেন, ‘দেখেন, সাকিব ভাই আমাদের দলের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এবং আমার কাছে মনে হয় তিনি সেই জায়গা (চোখের সমস্যা) থেকে স্ট্রাগল করছেন শেষ কিছুদিন ধরে। ডাক্তারদের সঙ্গে কথা হচ্ছে। ডাক্তাররা ভালো বলতে পারবে কোন পরিস্থিতিতে আছে।’
চোখের সমস্যার সমাধানের লক্ষ্যে আজ দুপুর বারোটার ফ্লাইটে দেশ ছেড়েছেন বাংলাদেশের পোস্টার বয় সাকিব। যাতে করে তিনি মিস করতে পারেন বিপিএলের এবারের আসরের ঢাকা পর্ব। কবে নাগাদ সাকিবকে আবারো মাঠে দেখা যাবে তা এখনো না জানা গেলেও অন্তত এটুকু নিশ্চিত যে কমপক্ষে তিনটি ম্যাচ খেলতে পারবেননা তিনি।