বিপিএল নিলামের আগে দল নিশ্চিত হলো যাদের
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল টি-টোয়েন্টির জমজমাট আসর। তার আগে রাজধানীর একটি হোটেলে আজ (৩০ নভেম্বর ২০২৫) বিকেলে অনুষ্ঠিত হবে বিপিএলের নিলাম।

তবে নিলামের আগে ছয়টি ফ্র্যাঞ্চাইজি দেশি-বিদেশি অনেক ক্রিকেটারের সঙ্গে সরাসরি চুক্তি করেছে। সেই তালিকায় এগিয়ে আছে ঢাকা ক্যাপিটালস ও রংপুর রাইডার্স। এছাড়া রাজশাহী ওয়ারিয়র্স, সিলেট টাইটান্সসহ ছয় দল মিলিয়ে স্থানীয় ও বিদেশি মিলিয়ে মোট ২৩ জন ক্রিকেটার দলভুক্ত করেছে।
ঢাকা ক্যাপিটালস
সবার আগে দলে নিয়েছেন দেশ সেরা পেসার তাসকিন আহমেদকে। এ ক্যাটাগরিতে থাকা এই তারকার ভিত্তিমূল্য, ৫০ লাখ টাকা। এছাড়া তরুণ ওপেনার সাইফ হাসানকে দলে নিয়েছে শিরোপা প্রত্যাশী দলটি। যার ভিত্তিমূল্য ৩৫ লাখ টাকা। আর বিদেশি খেলোয়াড়দের মধ্যে থেকে সরাসরি নিয়েছেন অ্যালেক্স হেলস ও উসমান খানকে।

সিলেট টাইটান্সও দল গঠনে এগিয়ে আছে। সরাসরি চুক্তিতে মেহেদী হাসান মিরাজকে দলে নিয়েছে তারা। ক্যাটাগরি এতে যার এ ভিত্তিমূল্য ৫০ লাখ টাকা। স্পিনার নাসুম আহমেদ নিয়েছেন ক্যাটাগরি বি থেকে। যার ভিত্তিমূল্য ৩৫ লাখ টাকা। আর বিদেশি খেলোয়াড় সরাসরি চুক্তির মধে রয়েছে মোহাম্মদ আমির ও সাইম আইয়ুব।

রংপুর রাইডার্সও দল গঠনে এগিয়ে আছে। দেশ সেরা পেসারকে মোস্তাফিজকে সরাসরি চুক্তিতে দলে নিয়েছে দলটি। ক্যাটাগরি এতে তার ভিত্তিমূল্য, ৫০ লাখ টাকা। এছাড়া নুরুল হাসান সোহানকে দলে নিয়েছে দলটি। ক্যাটাগরি বি তে যার ভিত্তিমূল্য: ৩৫ লাখ টাকা।

আর বিদেশি খেলোয়াড়দের থেকে সরাসরি চুক্তি করেছেন পাকিস্তানের খাওয়াজা নাফে ও সুফিয়ান মুকিমকে।
নবাগত নোয়াখালী এক্সপ্রেস নিলামের আগেই দলে নিয়েছেন পেসার হাসান মাহমুদকে। ক্যাটাগরি বি তে যার ভিত্তিমূল্য, ৩৫ লাখ টাকা। এছাড়া সৌম্য সরকার ক্যাটাগরি বি ভিত্তিমূল্য ৩৫ লাখ টাকা।

বিদেশি খেলোয়াড়দের মধ্যে নিয়েছেন দুই তারকাকে। তারা হলেন জনসন চার্লস ওয়েস্ট ইন্ডিজ ও কুসাল মেন্ডিস শ্রীলঙ্কা।
এছাড়া রাজশাহী ওয়ারিয়র্স স্থানীয় খেলোয়াড়দের মধ্য থেকে সরাসরি চুক্তিতে নিয়েছেন তানজিদ হাসান তামিকে। ক্যাটাগরি এতে যার ভিত্তিমূল্য: ৫০ লাখ টাকা। আর নাজমুল হোসেন শান্তকে ক্যাটাগরি বি থেকে নিয়েছে ৩৫ লাখ টাকায়।

বিদেশি খেলোয়াড় কোটায় সরাসরি চুক্তি নিয়েছে পাকিস্তানের সাহিবজাদা ফারহান ও মোহাম্মদ নাওয়াজকে।
চট্টগ্রাম রয়্যালস স্থানীয় খেলোয়াড়দের মধ্য থেকে সরাসরি চুক্তি নিয়েছেন শেখ মেহেদি হাসানকে। ক্যাটাগরি বি তে যার ভিত্তিমূল্য:৩৫ লাখ টাকা। এছাড়া স্পিনার তানভির ইসলামকে ক্যাটাগরি ‘বি’কিনেছেন ৩৫ লাখ টাকায়।

বিদেশি খেলোয়াড়দের মধ্যে থেকে সরাসরি চুক্তিতে নিয়েছেন পাকিস্তানের আবরার আহমেদকে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















