দীর্ঘ অনিশ্চয়তার পর অবশেষে আগামীকাল রোববার বসতে যাচ্ছে বিপিএলের দ্বাদশ আসরের নিলাম। তার আগের দিনই বিসিবি প্রকাশ করেছে দেশীয় ক্রিকেটারদের চূড়ান্ত তালিকা, যেখানে অবাক করার মতোভাবেই জায়গা হয়নি কয়েকজন পরিচিত মুখের। সবচেয়ে আলোচনায় এনামুল হক বিজয় ও মোসাদ্দেক হোসেন সৈকত। দুজনই জাতীয় দলে খেলা ক্রিকেটার। তবে তাদের নাম বাদ যাওয়ার কারণ নিয়ে বোর্ড কিছুই জানায়নি।
এর আগে বিসিবি জানিয়েছিল, গত আসরে ফিক্সিং নিয়ে সন্দেহে থাকা খেলোয়াড়দের এবার তালিকায় রাখা হবে না। ফলে বাদ পড়াদের নিয়ে নতুন করে গুঞ্জন তৈরি হয়েছে। সেই সন্দেহের তির নিজের দিকেও নির্দেশ করছেন বিজয়।
মিডিয়ার সঙ্গে আলাপে বেশ ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে বিজয় বলেন, বিসিবির কাছ থেকে তিনি কোনো ধরনের বার্তা পাননি। বরং নিজেই পাঁচ-ছয়জন কর্মকর্তাকে ফোন করলেও কেউ সাড়া দেননি।
তিনি বলেন, ‘আমি শুধু ড্রাফটটা দেখেছি। বিসিবি থেকে কেউ ফোন দেয়নি। আমি নিজে ফোন দিয়েছি ফাহিম স্যার, লিপু স্যার, সিইও সুজন স্যার, বুলবুল স্যার, মিঠু ভাই—কেউই রিসিভ করেননি। শুধু দেখলাম তালিকায় আমার নামই নেই।’
নাম বাদ যাওয়ায় হতাশ ও ব্যথিত এই ব্যাটার মনে করেন, তাকে অন্যায়ভাবে সন্দেহ করা হচ্ছে।
বিজয়ের ভাষায়, ‘এর মানে তো দাঁড়ায় আমি দোষী! কোনো প্রমাণ ছাড়াই নাম তুলে দেওয়া হলো। কোনো নোটিসও দেওয়া হয়নি। এটা অবাক করার মতো এবং অসম্মানজনক।’
তিনি আরও বলেন, ‘একটা অভিযোগ বা সন্দেহের ভিত্তিতে কীভাবে বাদ দেওয়া হয়, সেটাই প্রশ্ন। কেন আমাদের নাম বাদ দেওয়া হলো সেটা বিসিবির কাছ থেকে জানতে চাই। বিস্তারিত জানলে আমি পরবর্তী পদক্ষেপ নেব। এখন খুলনা থেকে ঢাকায় আসছি, ঢাকায় গিয়ে পুরো বিষয়টা বুঝে নেব। নিজেকে নির্দোষ প্রমাণ করতে যত দূর যেতে লাগে, আমি যাব।’
এদিকে নিলামের চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছেন মোট ১৫৮ জন দেশীয় ক্রিকেটার। বাদ পড়েছেন যারা :
এনামুল হক বিজয়, মোসাদ্দেক হোসেন সৈকত, আলাউদ্দিন বাবু, মিজানুর রহমান, নিহাদ-উজ্জামান, সানজামুল ইসলাম, মনির হোসেন খান ও শফিউল ইসলাম।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















