এবারই সবচেয়ে কম ৫ দল নিয়ে হতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি আসর। বাংলাদেশের অন্যতম জনপ্রিয় এই আসরে এবার একেবারে নতুন ৫ ফ্র্যাঞ্চাইজি দল নিয়ে নামতে যাচ্ছে। কয়েকদিন আগেই সেই ৫ ফ্র্যাঞ্চাইজির নাম চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিন্তু দল গড়ার জন্য ক্রিকেটারদের বিপিএল নিলাম পিছিয়ে গেছে ৪ দিন। ১৭ নভেম্বর নিলাম হওয়ার কথা থাকলেও ২১ নভেম্বর অনুষ্ঠিত হবে। এবার বিপিএল মাঠে গড়ানোর সম্ভাব্য তারিখ ১৯ ডিসেম্বর। শেষ হওয়ার কথা ২০২৬ সালেল ১৬ জানুয়ারি।
২০১২ ও ২০১৩ সালের প্রথম দুটি বিপিএল আসরে নিলাম পদ্ধতিতে দল গড়েছে ফ্র্যাঞ্চাইজিরা। তবে এরপর প্লেয়ার্স ড্রাফট পদ্ধতি প্রণয়ন করা হয়। গত ৯টি আসরে সেভাবেই ফ্র্যাঞ্চাইজিরা তাদের পছন্দ মাফিক ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে। তবে এবার পুনঃরায় ফিরে আসছে নিলাম পদ্ধতি। সেই নিলাম ১৭ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা হবে ২১ নভেম্বর।
ওই সময়টাতে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যে দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে। তাই নিলাম শুরু হবে দুপুরের পর থেকে। এই নিলাম পরিচালনার জন্য দেশের বাইরে থেকে দক্ষ ও অভিজ্ঞদের নিয়ে আসবে বিসিবি।
অনেক পর্যালোচনার পর এবার নতুন ৫ ফ্র্যাঞ্চাইজিকে দল দেওয়ার জন্য চূড়ান্তভাবে মনোনিত করে বিসিবি। বারবার দলের নাম পরিবর্তন হয় বিপিএলে। আর যাতে সেটি না হয়, সেজন্য নামও একেবারে ঠিক করে দিয়েছে বিসিবি। বসুন্ধরা গ্রুপের টগি স্পোর্টস পেয়েছে রংপুর রাইডার্স। চিটাগং রয়েলস পেয়েছে ট্রায়াঙ্গল সার্ভিস, নাবিল গ্রুপ পেয়েছে রাজশাহী ওয়ারিয়র্স, ক্রিকেট উইথ সামি পেয়েছে সিলেট টাইটান্স ও ঢাকা ক্যাপিটালস পেয়েছে চ্যাম্পিয়ন স্পোর্টস (রিমার্ক-হারল্যান গ্রুপ)।
