বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরু হতে যাচ্ছে ৩০ ডিসেম্বর। এবারের বিপিএলকে আকর্ষণীয় করতে ব্যাপক উদ্যোগ নিয়েছে বিসিবি। ইতোমধ্যে উন্মোচন করা হয়েছে বিপিএলের মাসকট ও থিম সং।
মিরপুরে বিপিএলের উদ্ভোধনী অনুষ্ঠানে ২৩ ডিসেম্বর একইসাথে মঞ্চ মাতাবেন রাহাত ফতেহ আলি ও জেমস। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে তাদের সঙ্গে থাকবেন সঙ্গীতশিল্পী আসিফ আকবর, জেফার, মুজা ও ব্যান্ড ওয়ারফেজ।
বিপিএলের তিনটি ভেন্যুতেই কনসার্ট আয়োজনের উদ্যোগ নিয়েছে বিসিবি। ২৫ ডিসেম্বর সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম ও ২৭ ডিসেম্বর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে বিপিএল কনসার্ট। তবে চট্টগ্রাম ও সিলেটে বিদেশি শিল্পীরাও সংগীত পরিবেশন করবেন কিনা, তা ঠিক হয়নি।