বিপিএল মাতাতে বিসিবির নতুন উদ্যোগ

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে এবার ব্যাপক পরিকল্পনা হাতে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ৩০ ডিসেম্বর থেকে শুরু হয়ে ৭ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত চলবে সাত দলের এই টুর্নামেন্ট। এই বছর বিপিএলকে আন্তর্জাতিক পর্যায়ে উন্মাদনায় রূপ দিতে ও ভিন্ন মাত্রায় তুলে ধরতে বিশেষ উদ্যোগ নিয়েছে বিসিবি।

বিসিবির পরিচালক নাজমুল আবেদিন ফাহিম জানিয়েছেন, বিপিএলের প্রধান উপদেষ্টা হিসেবে যুক্ত হয়েছেন নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস। বিসিবির প্রকাশিত এক ভিডিওতে তিনি বলেন, “বিপিএলকে এবছর নতুন এক উচ্চতায় নিয়ে যাওয়ার পরিকল্পনা আছে আমাদের। ড. ইউনূসের মতো গুণী ব্যক্তি প্রধান উপদেষ্টা হিসেবে যুক্ত হয়েছেন—এটা আমাদের জন্য একটি বড় প্রেরণা।”

বিপিএলকে সারা দেশে ছড়িয়ে দিতে পরিকল্পিতভাবে উৎসবমুখর পরিবেশ তৈরির কথা উল্লেখ করেন ফাহিম। তাঁর দাবি, বিপিএলকে শুধুমাত্র একটি ক্রিকেট টুর্নামেন্টের মধ্যে সীমাবদ্ধ না রেখে এটিকে জাতীয় পর্যায়ের উদ্‌যাপন হিসেবে তুলে ধরা হবে। দেশের প্রতিটি জেলা ও উপজেলায় খেলা, মেলা ও সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে বিপিএলকে সাধারণ মানুষের মাঝে পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে বিসিবি।

ফাহিম আরও জানান, বিপিএলের ব্র্যান্ডিং আন্তর্জাতিক পর্যায়েও প্রচার করা হবে, যা নতুন বাংলাদেশের ভাবমূর্তি তুলে ধরবে। এই আয়োজনের মাধ্যমে দেশের তরুণদের বিজয়ের গল্প ও তাদের সংগ্রামের সত্যিকথা তুলে ধরার চেষ্টা করবে বিসিবি।

Exit mobile version