বিপিএল শুরুর সময় জানাল বিসিবি

তিন ফ্র্যাঞ্চাইজির পরিবর্তন নিয়ে আকর্ষণীয় বিপিএলের প্রতিশ্রুতি বাংলাদেশর ক্রিকেট বোর্ড বিসিবির নতুন সভাপতির। তবে
রেকর্ড চারবারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স থাকছে না এবার, যোগ হচ্ছে রাজশাহীর ফ্র্যাঞ্চাইজি।

দেশের রাজনৈতিক পালাবদলের পর বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের না থাকাটা অগেই ধারণা করা হয়েছিল। এবার তা নিশ্চিত করে দিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। এছাড়া বিপিএলের মালিকানায় বদল আসছে আরও দুটি ফ্র্যাঞ্চাইজির। সেই সাথে পরিবর্তনগুলোকে সঙ্গী করে জাঁকজমকপূর্ণ টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনার কথা জানালেন বোর্ড প্রধান।

বিসিবির পরিচালনা পর্ষদের সভা শেষে বৃহস্পতিবার রাতে মিরপুরে সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি বলেন,‘বিপিএলের এবারের আসরের ড্রাফট হবে আগামী ১৪ অক্টোবর। পূর্ব নির্ধারিত ২৭ ডিসেম্বর থেকে টুর্নামেন্ট শুরু করার প্রত্যয় আবারও শোনালেন তিনি।

এছাড়া কুমিল্লার জায়গায় রাজশাহী ফ্র্যাঞ্চাইজি এবার যোগ হচ্ছে বলে নিশ্চিত করলেন বিসিবি সভাপতি। আর মালিকানা বদলে ভিন্ন নামে আসবে ঢাকা ও চট্টগ্রামের ফ্র্যাঞ্চাইজি।

Exit mobile version