১৯৫ রানের টার্গেটে শেষ পর্যন্ত লড়েছেন ওপেনার আন্দ্রিয়েস গাউস। কিন্তু জয়ের জন্য তা যথেষ্ঠ ছিলো না যুক্তরাষ্ট্রর। ফলে সুপার এইটের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে হারলো ১৮ রানে।
অ্যান্টিগার স্যার ভিভ রিচার্ড স্টেডিয়ামে আগে ব্যাটিংয়ে নামা দক্ষিণ আফ্রিকা চার উইকেটে ১৯৪ রানের সংগ্রহ পায়। জবাবে, খেলতে নেমে ৬ উইকেটে ১৭৬ রান নিয়ে সন্তুষ্ট থাকতে হয় যুক্তরাষ্ট্রকে। ৪৭ বলে সমান পাঁচটি করে বাউন্ডারি ও ছক্কা হাকিয়ে ৮০ রানে অপরাজিত ছিলেন ওপেনার আন্দ্রিয়েস গাউস
বিনা উইকেটে ৩২ রান। সেখান থেকে ৫ উইকেটে ৭৬। এই অবস্থায় ওপেনার আন্দ্রিয়েস গাউস ও হারমিত সিংয়ের ৯১ রানের জুটিতে জয়ের স্বপ্ন দেখছিলো আসরের যৌথ আয়োজক যুক্তরাষ্ট্র। কিন্তু ২২ বলে ৩৮ রান করে দলীয় ১৬৭ রানে ষষ্ঠ ব্যাটার হিসেবে হারমিত আউট হওয়ার পর শেষ হয়ে যায় যুক্তরাষ্ট্রের জয়ের স্বপ্ন।
১৪ ওভার শেষে যুক্তরাষ্ট্রের সংগ্রহ ছিলো ৫ উইকেটে ১০৩। জয় পেতে তাদের প্রয়োজন ছিলো ৩৬ বলে ৯২ রান। ১৯, ১৩, ১০ ও ২২ চার ওভারে মোট ৪০ জয়টা দৃষ্টিসীমার মধ্যে নিয়ে এসেছিলেন গাউস-হারমিত জুটি। শেষ দুই ওভারে ২৮ রান। কিন্তু ১৯তম ওভারের প্রথম বলে ৩৮ রান করা হারমিত আউট হওয়ার পর জয় থেকে ছিটকে যায় যুক্তরাষ্ট্র।
হারমিত আউট হওয়ার পর ব্যাটিংয়ে নামা যশদ্বীপ সিং কাঙ্খিত লক্ষ্যে ব্যাটিং করতে পারেননি। শেষ ১১ বলে এসেছে মাত্র ৯ রান। সব মিলিয়ে ৬ উইকেটে ১৭৬ রানে শেষ হয় যুক্তরাষ্ট্রের ইনিংস।
দক্ষিণ আফ্রিকার পক্ষে কাগিসো রাবাদা ১৮ রানে তিন উইকেট পেয়েছেন।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে চার উইকেটে ১৯৪ রানের সংগ্রহ পায় প্রোটিয়ারা। প্রোটিয়াদের পক্ষে ৪০ বলে সর্বোচ্চ ৭৪ রানের ইনিংস খেলেন ওপেনার কুইন্টন ডি কক। এছাড়া অধিনায়ক এইডেন মার্করাম ৩২ বলে ৪৬, হেইনরিচ ক্লাসেন ২২ বলে ৩৬ ও ট্রিস্টান স্টাবস ১৬ বলে ২০ রান করেন।
দক্ষিণ আফ্রিকার ব্যাটারদের দাপুটে ব্যাটিংয়ের মধ্যেও নিয়ন্ত্রিত বোলিং করেন দুই সফল বোলার সৌরভ নেত্রভালকর ও হারমিত সিং। সৌরভ চার ওভারে ২১ রান দিয়ে এবং হারমিত সমান ওভারে ২৪ রানে দুটি করে উইকেট পেয়েছেন।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















