বিফলে ফ্যাফ ডু প্লেসির ৫৬ বলে সেঞ্চুরি

ওয়াশিংটন ফ্রিডমের বিপক্ষে টেক্সাস সুপার কিংসের হয়ে ৫৬ বলে সেঞ্চুরি করেছেন ফ্যাফ ডু প্লেসি। কিন্তু বৃষ্টির কারণে ম্যাচটি পরিত্যক্ত হয়েছে।

জমে উঠেছে যুক্তরাষ্ট্রের মাটিতে মেজর লিগ ক্রিকেটের দ্বিতীয় আসর। এদিন দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেছিলো টেক্সাস সুপার কিংস ও ওয়াশিংটন ফ্রিডম। নর্থ ক্যারোলাইনার মরিসভিলে চার্চ স্ট্রিট পার্কে ব্যাটে ঝড় তুলেছেন দক্ষিণ আফ্রিকার ব্যাটার ফ্যাফ ডু প্লেসি। ৫৬ বলে সেঞ্চুরি করে আউট হয়েছেন ৫৮তম বলে। টেক্সাসের ৫ উইকেটে ২০৩ রানের জবাবে চার ওভারে ৬২ রান করে ম্যাচটি জমিয়ে তুলেছিলো ওয়াশিংটন। কিন্তু বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যক্ত হওয়ায় উভয় দলই এক পয়েন্ট করে পেয়েছে।

টস হেরে ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতে ১০৯ রান করেন ডেভন কনওয়ে ও অধিনায়ক ফ্যাফ ডু প্লেসি। ২৬ বলে ৩৯ রান করা কনওয়ে আউট হওয়ার পর অ্যারোন হার্ডি ৫ বলে দুই রান করে ফিরে যান।

স্বল্প রানের ব্যবধানে দুই উইকেট হারানোর পর তৃতীয় উইকেটে ফ্যাফ ডু প্লেসির সাথে যোগ দিয়ে মার্কাস স্টয়নিস ১৮ বলে ২৯ রানের ক্যমিও ইনিংস খেলেন। স্টয়নিসের পর বিদায় নেন ফ্যাফও। আউটের সময়ে তার নামের পাশে ছিলো ৫৮ বলে ১০০ রান। পরে আরও এক উইকেট হারায় টেক্সাস। আর তাদের দলীয় সংগ্রহ দাঁড়ায় ৫ উইকেটে ২০৩ রান।

ওয়াশিংটনের পক্ষে সৌরভ নেত্রভালকর ৩৩ রানে দুই উইকেট পেয়েছেন। একটি করে উইকেট নিয়েছেন মার্কো জানসেন, আকিল হোসেইন ও জাস্টিন ডিল।

নিজেদের প্রথম ম্যাচে এমআই নিউইয়র্ককে ডিএল মেথডে (বৃষ্টি আইনে) চার রানে হারানো ওয়াশিংটন উড়ন্ত সূচনা করে। ব্যাটি রীতিমতো ঝড় তোলেন দুই অজি ব্যাটার ট্রাভিস হেড ও অধিনায়ক স্টিভেন স্মিথ। চার ওভারে তুলে নেন ৬২ রান। হেড ১২ বলে ৩২ ও স্মিথ ১৩ বলে ২৬ রান করেন। এর পর ভারি বৃষ্টি শুরু হলে খেলা বন্ধ হয়ে যায়।

Exit mobile version