আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসরে ঢাকার ফ্র্যাঞ্চাইজি ‘ঢাকা ক্যাপিটালস’ অ্যালেক্স হেলসকে সরাসরি চুক্তিতে দলে নিয়েছিল। তবে ৩৫ বছর বয়সী ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী ব্যাটার হেলস ব্যক্তিগত কারণ দেখিয়ে চুক্তি স্থগিতের অনুরোধ করেছেন। কারণ হিসেবে তিনি নিজের বিয়ের ব্যস্ততার কথা উল্লেখ করেছেন।
ঢাকা ক্যাপিটালস এক বিবৃতিতে জানিয়েছে, হেলসের অনুরোধের পরিপ্রেক্ষিতে তার সঙ্গে করা চুক্তিটি আপাতত স্থগিত রাখা হয়েছে। ফ্র্যাঞ্চাইজিটি তাদের বিবৃতিতে বলেছে, “আমরা তার ব্যক্তিগত জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তকে সম্মান জানাই এবং তার জীবনের দ্বিতীয় ইনিংসের জন্য শুভকামনা রইল।”
ঢাকা ক্যাপিটালসের মালিকানা এখন শাকিব খানের কোম্পানি রিমার্ক-হারল্যানের হাতে। নতুন এই ফ্র্যাঞ্চাইজি ইতোমধ্যে দলকে শক্তিশালী করতে সরাসরি চুক্তির মাধ্যমে বেশ কয়েকজন দেশি ও বিদেশি খেলোয়াড়কে দলে নিয়েছে। দেশিদের মধ্যে রয়েছেন মুস্তাফিজুর রহমান এবং তানজিদ হাসান তামিম। এছাড়া বিদেশিদের মধ্যে জনসন চার্লস, থিসারা পেরেরা এবং আমির হামজাকে অন্তর্ভুক্ত করেছে ঢাকার ফ্র্যাঞ্চাইজি।
আগামীকাল (সোমবার) বিপিএলের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে, যেখানে ১৮৮ জন স্থানীয় এবং ৪৪০ জন বিদেশি ক্রিকেটারের নাম চূড়ান্ত করা হয়েছে। এবারের বিপিএলে মোট সাতটি দল অংশ নেবে, যার মধ্যে নতুন করে ফিরেছে ‘দুর্বার রাজশাহী’ এবং মালিকানা পরিবর্তন হয়েছে ঢাকা ও চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজির। টুর্নামেন্টটি শুরু হবে ২৭ ডিসেম্বর থেকে।