বিশ্বকাপের আগে ভিন্ন মেজাজের সিরিজে বাংলাদেশ-নিউজিল্যান্ড

আসন্ন ক্রিকেট বিশ্বকাপকে সামনে রেখে বাংলাদেশের সাথে তিন ম্যাচের সিরিজ খেলতে যাচ্ছে নিউজিল্যান্ড। বাংলাদেশের আবহাওয়ার সাথে খাপ খাইয়ে নিতে গেলো শনিবার রাতেই ঢাকায় পৌঁছে অনুশীলন শুরু করেছে কিউইরা। অন্যদিকে বিশ্বকাপকে সামনে রেখে চোট এড়াতে নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানছাড়া্ও, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও শরীফুল ইসলাম খেলছেন না প্রথম দুই ম্যাচে। তবে এই সিরিজের মাধ্যমে বিশ্বকাপের আগে বাংলাদেশ দলের যে পরীক্ষা-নিরীক্ষা হবে তা নিশ্চিত করেই বলা যায়। 


নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য যে ১৫ সদস্যের দল ঘোষণা করা হয়েছে তাতে নেতৃত্ব দেবেন লিটন দাস। সেই সাথে চোট থেকে সুস্থ হয়ে দলে ফিরেছেন তামিম ইকবাল। রয়েছেন মাহুমুদুল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, নুরুল হাসানও। সেই সাথে ওয়ানডে অভিষেকের অপেক্ষায় থাকা খালেদ আহমেদ, জাকির হাসান ও রিশাদ হোসেনকে দলে রাখা হয়েছে। 


এদিকে সাকিব, মুশফিকদের নিউজিল্যন্ডের বিপক্ষে দলে না থাকা নিয়ে এরইমধ্যে অনেক আলোচনা-সমালোচনা হয়েছে। নতুন করে কেউ যেনো খেলতে গিয়ে চোট না পায় মূলত এজন্যই সাকিব, তাসকিনদের বিশ্রাম দেয়া হয়েছে। এ বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানিয়েছেন, ‘সামনে বিশ্বকাপ , সেটা মাথায় রেখেই খেলোয়াড়দের বিশ্রাম দেওয়া হয়েছে। বিশ্বকাপ অনেক লম্বা টুর্নামেন্ট, সেখানে ক্রিকেটারদের মানসিক ও শারীরিক ফিটনেস গুরুত্বপূর্ণ।’


অন্যদিকে দলে তিনজন নতুন ক্রিকেটার নেয়ার বিষয়ে ব্যাখ্যা দিয়েছে বিসিবি। এই সিরিজ থেকে বিশ্বকাপের জন্য বিকল্প পেসারের খুঁজে বের করবেন নির্বাচকরা। খালেদকে মূলত সেজন্যই সুযোগ দেয়া হয়েছে। রিশাদের বোলিং আক্রমণ নতুন মাত্রা যোগ করবে বলে প্রত্যাশা বিসিবি’র। যদিও খালেদ, জাকির বা রিশাদ কেউ এখন পর্যন্ত ওয়ানডে খেলেন নি। 


প্রথম দুই ওয়ানডেতে বাংলাদেশ ক্রিকেট দলে অধিনায়ক লিটন দাসসহ তামিম ইকবাল, সৌম্য সরকার, এনামুল হক, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, নুরুল হাসান, মেহেদী হাসান, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান, তানজিদ হাসান, জাকির হাসান, রিশাদ হোসেন, খালেদ আহমেদ দলে থাকবেন।

আগামী ২১, ২৩ ও ২৬ সেপ্টেম্বর মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে টাইগার ও ব্ল্যাক ক্যাপসদের সিরিজ অনুষ্ঠিত হবে। প্রতিটি ম্যাচই মাঠে গড়াবে দুপুর ২টায়।

Exit mobile version