টি টোয়েন্টি বিশ্বকাপের আগেই ব্যাটিং ব্যর্থতায় যুক্তরাষ্ট্রের বিপক্ষে এক ম্যাচ হাতে রেখেই ২-০ তে সিরিজ হেরেছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচের পর সংবাদ সম্মেলনে এসে আত্নপক্ষ সমর্থনকরে অলরাউন্ডার সাকিব জানালেন, অপ্রতুল প্রস্তুতি নিয়ে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে বাংলাদেশ দল। তারই প্রভাব পড়েছে যুক্তরাষ্ট্রের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে।
লজ্জার হারের প্রসঙ্গে সাকিব বলেন, ‘আসলে এটা যদি বিশ্বকাপের প্রস্তুতি ধরে থাকি তাহলে আমাদের ব্যাটিং-বোলিংয়ে আরও বেশি সেশন হওয়া দরকার ছিল। সুযোগসুবিধা (ফ্যাসিলিটি) আরও বেশি থাকা দরকার ছিল। এগুলোর কিছুই আমরা পাইনি। একদিন পুরোপুরি নেট সেশন হলেও সেখানে সব ব্যাটার পুরোপুরি অনুশীলনের সুযোগ পায়নি। এখানে দুই দিকেরই ব্যর্থতা আছে।’
সাকিব আরও বলেন, ‘এক দিন বৃষ্টির জন্য পারিনি। এখানে ৪টা মাঠ আছে। আমরা ৩টা পিচে ব্যাট করতে পেরেছি। এই জিনিসগুলা আরও বেটার হতে পারত!