নারী ওয়ানডে বিশ্বকাপ খেলতে আগামীকাল (২৩ সেপ্টেম্বর) দেশ ছাড়ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। তার আগে সোমবার (২২ সেপ্টেম্বর) দলের ক্রিকেটারদের আনুষ্ঠানিক ফটোসেশন অনুষ্ঠিত হয়েছে। এর পর সংবাদ সম্মেলনে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি দেশের সংবাদমাধ্যমকে দলের প্রস্তুতি ও পরিকল্পনা সম্পর্কে জানান।
জ্যোতি স্বীকার করেছেন, বিশ্বকাপের আগে জাতীয় দলের প্রস্তুতি কিছুটা অসম্পূর্ণ ছিল। মূলত নারীদের দুই দল—লাল ও সবুজ—অনূর্ধ্ব-১৫ পুরুষ দলের কাছে হারিয়ে দিচ্ছিল, এবং পরে সিরিজও তারা জিতেছে। এই প্রসঙ্গে জ্যোতি বলেন, “প্রস্তুতি আদর্শ হয়নি হয়তো। তবে দেশের যত সুযোগ-সুবিধা ছিল, আমরা সেগুলো নেওয়ার চেষ্টা করেছি। অনূর্ধ্ব-১৫ দলের সঙ্গে জাতীয় দলের সবাই খেলেনি, অনেককে বাইরে থেকে নেওয়া হয়েছে। তাই হ্যাঁ, আমরা আপ টু দ্য মার্ক পারফর্ম করতে পারিনি।”
তিনি আরও জানান, বিশ্বকাপ খেলার পর নিজেকে বিশ্রামে রাখার পরিকল্পনা রয়েছে। জ্যোতি বলেন, “গত ছয় মাস ধরে টানা ক্রিকেট খেলছি। এখন ওয়ার্কলোড ম্যানেজ করা গুরুত্বপূর্ণ। তাই বিশ্বকাপের পর কিছুদিন বিরতি নেব। ফিট না থেকে জাতীয় দলে খেলাটা ঠিক হবে না।”
তিনি স্পষ্ট করেছেন, “আমার বিরতিটা আন্তর্জাতিক ক্রিকেট থেকে নয়, শুধু নারীদের এনসিএল খেলব না। নিজেকে ফিট রাখতেই এই সিদ্ধান্ত। আমার জায়গায় অন্য কেউ এনসিএল খেলুক। বিশ্বকাপ শেষে কয়েক দিন ক্রিকেট থেকে দূরে থাকব।”
বাংলাদেশ দল আগামীকাল দেশ ছাড়ার আগে শেষ প্রস্তুতি এবং মনস্তাত্ত্বিক ফোকাসে থাকবে, যেন বিশ্বকাপে সেরা পারফরম্যান্স দেখাতে পারে।
