আগামী জুন মাস থেকে মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এর আগে বাংলাদেশ দলের ম্যাচ অনুশীলনের কোনো ঘাটতির সুযোগ রাখছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আগে থেকেই চূড়ান্ত হয়ে আছে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ। এবার জানা গেলো, বিশ্বকাপের ঠিক আগে টুর্নামেন্টের সহ-স্বাগতিক দেশ যুক্তরাষ্ট্রের সাথে তাঁদের মাটিতে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ।
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ যৌথভাবে ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে। ‘ডি’ গ্রুপে থাকা বাংলাদেশের চার ম্যাচের প্রথম দুই ম্যাচ অনুষ্ঠিত হবে মার্কিন মুল্লুকে।
ওয়েস্ট ইন্ডিজে নিয়মিতই খেলে থাকে টাইগাররা। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ক্যারিবিয়ানদের বিপক্ষে মাত্র দুটি ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে বাংলাদেশের, সেটাও আবার ২০১৮ সালে। তাই তাঁদের কন্ডিশনের সাথে মানিয়ে নিতেই বিশ্বকাপের আগে সেখানে সিরিজ খেলার ভাবনা ক্রিকেট পরিচালনা বিভাগের।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষ হওয়ার দুইদিন পরেই শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। এরপর লঙ্কানদের সাথে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ শেষে আগামী মাসের শেষ দিকে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে নাজমুল হাসান শান্তর দল। মে মাসের শুরুতে এই সিরিজ শেষ হওয়ার পর সেই মাসের শেষ দিকে যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজটি হতে পারে বলে জানা গেছে।