ভারতের মাটিতে চলছে এবারের বিশ্বকাপ। এরই মধ্যে প্রথম রাউন্ডের খেলা শেষ হয়েছে। এবার চ্যাম্পিয়ন কে হবে এই নিয়ে চলছে অনেক জল্পনা-কল্পনা। এই নিয়ে ক্রিকেট বিশেষজ্ঞরা যে যার মতো মতামত দিয়েছেন। সেই রেশ ধরে নিজের মত জানিয়েছেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক তথা প্রাক্তন বিসিসিআই প্রেসেডেন্ট সৌরভ গাঙ্গুলি। গণমাধ্যমকে দেওয়া সাক্ষাতকারে নিজের মতামত জানান তিনি।
সৌরভ গাঙ্গুলি বলেন, ‘ভারত ঠিক সময় পিক করেছে। টানা তিন ম্যাচে জয়। খুব ভালো এগচ্ছে।’ রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দল যেভাবে পারফর্ম করছে, তারও প্রশংসা করেন সৌরভ। এছাড়া কোন দল চ্যাম্পিয়ন হতে পারে এই বিষয়েও ভারতকে শুধু এগিয়ে রাখা নয় এই দল চ্যাম্পিয়ন হবে বলে সাফ জানিয়ে দিয়েছেন সৌরভ । তিনি বলেন,’এই দল ফেভারিট। আমার মনে হচ্ছে ভারতই চ্যাম্পিয়ন হবে।’
ওডিআই বিশ্বকাপে ঘরের মাঠে নিজেদের শুরুটা দুর্দান্ত করেছে ভারতীয় দল। পরপর তিনটি ম্যাচ জিতেছেন রোহিত শর্মার দল। ২০১১ সালে শেষবারের মতো ওডিআই বিশ্বকাপ জিতেছিল ভারত। এম এস ধোনির নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়েছিল টিম ইন্ডিয়া।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩















