বিশ্বকাপে টানা ১৪ হার নিয়ে যা বললেন আফগান কোচ

জনাথন ট্রট

২০২৩ বিশ্বকাপ আফগানিস্তানের তৃতীয় আসর। এর মধ্যে ২০১৫ এর আসরে স্কটল্যান্ডের বিপক্ষে জয় ছাড়া বাকি সব কটি ম্যাচ হেরেছে রশিদ-নবীদের দল। এবার টানা ১৪টি ম্যাচ হারের পর দলের পারফরমেন্স নিয়ে মুখ খুলেছেন আফগানিস্তানের কোচ জনাথন ট্রট।

আফগানিস্তানের কোচ মনে করছেন, তাদের দলের ৭০ থেকে ৮০ ভাগ ঠিক আছে। বাকি ২০-৩০ শতাংশ ঠিক হলেই আফগানিস্তানের ঘুরে দাঁড়ানো সম্ভব। ব্যাট-দুই জায়গায় আফগানিস্তানের ভালো করার প্রয়োজনীয়তা তুলে ধরে ট্রট বলেন, ‘টুর্নামেন্টে যত অগ্রসর হবো ব্যাট আর বল হাতে আমাদের শুরুটা ভালো করতে হবে। পাশাপাশি কীভাবে নিজেদের ক্রিকেটটা খেলবো সেটার মানও নির্ধারণ করতে হবে।’

টানা ব্যর্থতার পর আফগানিস্তানের আজকের প্রতিপক্ষ ইংল্যান্ড। আর ইংলিশদের সাবেক ব্যাটার জনাথন ট্রট এখন আফগানিস্তানের কোচ। চলমান আসরে দুইটি ম্যাচ হেরেছ আফগানিস্তান। একটি বাংলাদেশের বিপক্ষে, আরেকটি স্বাগতিক দেশ ভারতের বিপক্ষে। এর আগে ২০১৯ বিশ্বকাপে কোন ম্যাচেই জয় পায়নি আফগানিস্তান।

Exit mobile version