থাইল্যান্ডকে হারিয়ে পাকিস্তান নারী ক্রিকেট দল নারী বিশ্বকাপ ক্রিকেটে খেলা নিশ্চিত করেছে। লাহোরে অনুষ্ঠিত বিশ্বকাপ বাছাইয়ে স্বাগতিক পাকিস্তান বৃহষ্পতিবার থাইল্যান্ডকে ৮৭ রানে হারিয়েছে। এই জয়ের ফলে চার ম্যাচ থেকে ৮ পয়েন্ট নিয়ে পাকিস্তান পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে। ছয় দলের এই প্রতিযোগিতায় একটা ম্যাচ হাতে রেখেই তারা বিশ্বকাপে পৌঁছে গেছে।
নিজেদের মাঠের খেলায় পাকিস্তান প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ২০৫ রান করেছিল। জবাবে থাইল্যান্ড ১১৮ রানে অল আউট হয়।
ছয় দলের বাছাই পর্ব থেকে শীর্ষ দুই দল বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলবে। এরই মধ্যে পাকিস্তান খেলা নিশ্চিত করেছে। এখন তাদের অনুসরণ করার তালিকায় রয়েছে বাংলাদেশ, স্কটল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। সবার থেকে সুবিধাজনক অবস্থায় রয়েছে বাংলাদেশ। শেষ ম্যাচে বাংলাদেশ পাকিস্তানের মুখোমুখি হবে। এ ম্যাচ জয় পেলেই বাংলাদেশ বিশ্বকাপের টিকিট পাবে। হারলে অন্য সব সমীকরণের অপেক্ষায় থাকতে হবে। স্কটল্যান্ড (০.১৩৬) ও ওয়েস্ট ইন্ডিজ (-০.২৮৩) নিজ নিজ ম্যাচে জয় পেলেও অনিশ্চয়তায় থাকবে। তাদের জয়টা বড় ব্যবধানে হতে হবে। কেননা পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশ রানরেটে (১.০৩৩) শক্তিশালী অবস্থানে রয়েছে। এই রান রেট বাংলাদেশকে সুবিধাজনক অবস্থায় রেখেছে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















