নারী বিশ্বকাপ ক্রিকেটের বাছাইয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপের চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছে পাকিস্তান। পাঁচ ম্যাচের সবগুলোতেই জয় পেয়েছে তারা। টানা পাঁচ ম্যাচ জয়ে সপ্তম দল হিসেবে বিশ্বকাপে পা রেখেছে স্বাগতিকরা। এর আগে স্বাগতিক ভারতের পাশাপাশি অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা শীর্ষ দল হিসেবে সরাসরি বিশ্বকাপে খেলার বিষয়টি নিশ্চিত করেছে।
পাকিস্তান বিশ্বকাপের টিকেট পাওয়ায় অস্বস্তিতে পড়েছে স্বাগতিক ভারত। আয়োজক দেশ হিসেবে বিপাকে পড়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড, বিসিসিআই। দুই দেশের মধ্যে রাজনৈতিক বৈরিতার কারণেই ভারতের জন্য বড় ধরণের এক সমস্যা দেখা দিয়েছে।
সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তান ও ভারতের বাহাসের কথা সবারই জানা। ভারতের একগুয়েমিতার কারণে পাকিস্তানকে বাধ্য হয়ে ভারতের জন্য নিরপেক্ষ ভেন্যুতে খেলা আয়োজন করতে হয়েছে। অন্য সব দেশ পাকিস্তানে গিয়ে খেললে নিরাপত্তা অজুহাত তুলে ভারত পাকিস্তান সফরে যেতে অনীহা দেখায়। আর তখনই প্রতিশোধের অপেক্ষায় ছিল।
চ্যাম্পিয়ন্স ট্রফিকে ঘিরে তৈরি হওয়া অনিশ্চয়তায় আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসি দুই দেশের মধ্যে মধ্যস্থতা করে। তখনই ঠিক হয় ২০২৪-২৭ চক্রে ভারত ও পাকিস্তানের আইসিসির যে ইভেন্ট হবে সে সব ইভেন্টে ভারত ও পাকিস্তান একে অপরের দেশে খেলতে যাবে না। সেই ইভেন্ট হবে হাইব্রিড মডেলে। সেক্ষেত্রে ভারত ও পাকিস্তানের ম্যাচগুলো হবে নিরপেক্ষ ভেনুতে। এমনকি এক দেশ ফাইনালে উঠলেও সেই ম্যাচ হবে নিরপেক্ষ ভেনু্যতে।
পাকিস্তান নারী ক্রিকেট দল বিশ্বকাপের চূড়ান্ত পর্বে ওঠায় সেই নিয়মের গ্যাড়াকলে পড়েছে ভারত। তৃতীয় কোন দেশে পাকিস্তানের ম্যাচ হবে তা এখনো চূড়ান্ত হয়নি।
মেয়েদের এই বিশ্বকাপে খেলতে পাকিস্তান যদি ভারতে না যেতে চায় তাহলে ভারতীয় ক্রিকেট বোর্ডকে তা মেনে নিতে হবে। নিজেদের ফাঁদে নিজেরাই ধরা পড়েছে এবার। দুই দেশে আয়োজনে খরচটা বাড়বে ভারতের।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















