বিশ্বকাপে প্যাট কামিন্সের টানা দুই হ্যাটট্রিক

বাংলাদেশের পর আফগানিস্তানের বিপক্ষেও হ্যাটট্রিক করলেন অজি পেসার প্যাট কামিন্স।

অ্যান্টিগায় টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে ১৮তম ওভারের শেষ দুই বল এবং ২০তম ওভারের প্রথম বলে উইকেট নিয়ে হ্যাটট্রিক করেন কামিন্স। আজ আফগানিস্তানের বিপক্ষে আবারও হ্যাটট্রিক করেছেন এই পেসার। এবারও দুই ওভার মিলিয়ে তাঁর হ্যাটট্রিক। উইকেট নিয়েছেন ১৮তম ওভারের শেষ বল এবং ২০তম ওভারের প্রথম দুই বলে।

আজ কামিন্সের হ্যাটট্রিকের শুরুটা হয় ১৮ ওভারের শেষ বলে রশিদ খানকে আউট করে। এরপর ২০তম ওভারের প্রথম দুই বলে আউট করেন করিম জানাত ও গুলবাদিন নাইবকে।

বাংলাদেশের মাহমুদুল্লাহ রিয়াদ, শেখ মাহেদী ও তাওহিদ হৃদয়কে আউট করে হ্যাটট্রিক করেছিলেন প্যাট কামিন্স।

Exit mobile version