চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে বড় হাইভোল্টেজ ম্যাচে রোববার মুখোমুখি হচ্ছে এশিয়ার দুই ক্রিকেট পরাশক্তি ভারত ও পাকিস্তান! দুই চিরপ্রতিদ্বন্দ্বীর উত্তেজনার এই ম্যাচে দেখার অপেক্ষায় প্রায় ১০০ কোটি মানুষ।
নিউইয়র্কে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে ম্যাচটি। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে বড় জয় পেয়েছে ভারত। অন্যদিকে প্রথম ম্যাচেই যুক্তরাষ্ট্রের বিপক্ষে সুপার ওভারে হেরেছে পাকিস্তান। ফলে হাইভোল্টেজ ম্যাচের আগে পাকিস্তানের চেয়ে কিছুটা হলেও চাপ মুক্ত থাকবে ভারত।
টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের চেয়ে জয়ের দিকে অনেক এগিয়ে ভারত। বিশ্বকাপে ৭ ম্যাচের মধ্যে ভারতের জয় ৫ ও পাকিস্তানের জয় একটি। একই সাথে বিশ্বকাপে টিকে থাকতে পাকিস্তানের জিততেই হবে। হারলে বিশ্বকাপ থেকে বিদায়ের শঙ্কা!
কারণ বিশ্বকাপে গ্রুপ ‘এ’ থেকে চমক দিয়ে টানা দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে সবার ওপরে যুক্তরাষ্ট্র। এক জয়ে ভারত আছে দুইয়ে। আর দুই ম্যাচে এক জয়ে কানাডা আছে তিনে। পাকিস্তান ১ হার পয়েণ্ট শুন্য। নেরারল্যান্ডস দুই হারে বিদায়ের পথে।