ম্যাচের আগে পরিস্কার ফেভারিট ছিল বাংলাদেশ। অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপ ক্রিকেটের প্রথম ম্যাচেও তার প্রতিফলন ছিল। দাপট দেখিয়ে জয়ে শুরু করেছে বাংলাদেশ। প্রতিপক্ষ নেপালকে ৫ উইকেটে হারিয়েছে। প্রথমে বল হাতে নেপালকে ৫২ রানে অল আউট করে বাংলাদেশ। পরে ৫ উইকেট আর ৪০ বল হাতে রেখে জয় তুলে নেয় তারা।
মালয়েশিয়ায় শুরু হওয়া টুর্নামেন্টে নেপালের বিপক্ষে বাংলাদেশ টসে জয় পেয়ে প্রতিপক্ষকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায়। শুরু থেকেই বাংলাদেশের বোলাররা একের পর এক উইকেট তুলে নেয়। ফলে ৩০ রানে ৫ উইকেট হারায় নেপাল। শেষ পর্যন্ত ৫২ রানে অল আউট হয় তারা। জান্নাতুল মাওয়া দুই উইকেট নেন। একটি করে উইকেট শিকার করেন নিশিতা আক্তার, ফাহমিদা ছোঁয়া ও মোসাম্মত আনিসা।
বাংলাদেশের শুরুটা যে খুব স্বস্তির ছিল তা নয়। ১১ রানে ৩ উইকেট হারিয়ে বিপর্যয়ের পড়েছিল। তবে সাদিয়া ইসলাম ও অধিনায়ক সুমাইয়া আক্তারের চমৎকার ব্যাটিংয়ে বাংলাদেশের জয় সহজ হয়। সাদিয়া ১৬ ও সুমাইয়া ১২ রান করেন।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















