বিশ্বকাপে হাশিম আমলার সেরা চার

হাশিম আমলা

আর মাত্র কদিন। এর পরেই পর্দা উঠবে বিশ্বকাপের। ভারতে অনুষ্ঠিতব্য এই বিশ্বকাপে কোন চার সেমি ফাইনালিস্ট খেলবে তা নিয়ে এরইমধ্যে সংশ্লিষ্টরা তাদের মন্তব্য জানিয়েছেন। এবার সেই তালিকায় যোগ দিলেন দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটার হাশিম আমলা।

গণমাধ্যমমে দেওয়া এক সাক্ষাৎকারে হাশিম আমলা বিশ্বকাপের সম্ভাব্য সেমিফাইনালিস্ট হিসেবে ভারত, পাকিস্তান, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকাকে বেছে নিয়েছেন। দক্ষিণ আফ্রিকার সাবেক এই অধিনায়ক বলেন, ‘আমি বলব ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড।’তিনি আরো বলেন, ‘ভারতে খেলা হওয়ায় প্রোটিয়াদের জন্য দারুণ সুযোগ।’

দক্ষিণ আফ্রিকার হয়ে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলে ৩৪৯ ম্যাচে ৫৫টি সেঞ্চুরির সাহায্যে ১৮ হাজার ৬৭২ রান সংগ্রহ করেছেন হাশিম আমলা।

Exit mobile version