বিশ্বকাপ জার্সিতে সাকিব আল হাসানের ছেলে

আর ক’দিন বাদেই পর্দা উঠবে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের। বিশ্বকাপে অংশ নেয়া দলগুলো ইতিমধ্যেই তাঁদের স্কোয়াড ঘোষণার পর্ব শেষ করেছে। এরপর বড় চমক দিয়ে একে একে নিজেদের জার্সি উন্মোচন করেছে পাকিস্তান, ভারত, নিউজিল্যান্ড ও আফগানিস্তানের মতো দলগুলো। তবে যে জার্সিটি পরে বাংলাদেশের ক্রিকেটাররা বিশ্বকাপে প্রতিনিধিত্ব করবে তা এখনো প্রকাশিত হয়নি।

এখনো উন্মোচিত না হলেও, বাংলাদেশের বিশ্বকাপ জার্সিতে দেখা গেছে টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানের ছেলে আইজাহ আল হাসানকে। তাঁর জার্সি পরিহিত একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশ করেছেন সাকিব পত্নী উম্মে আহমেদ শিশির।

শুধু বর্তমান নয়, যেকোনো সময়ের বিচারে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সেরা ক্রিকেটার সাকিব আল হাসান। যেকারণেই কিনা লাল সবুজের দলের এই তারকা অলরাউন্ডারের প্রতি সব সময়ই থাকে বাড়তি প্রত্যাশা। যার ব্যতিক্রম হচ্ছে না আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ দলেও।

Exit mobile version