বিশ্বকাপ ক্রিকেটে প্রথম সেমিফাইনালে আজ মুখোমুখি হচ্ছে ভারত ও নিউজিল্যান্ড। এ ম্যাচটি উপভোগের জন্য হাজার হাজার দর্শকের মাঝে উপস্থিত হয়েছেন ইংলিশ ফুটবলের কিংবদন্তী ডেভিড বেকহাম।
ডেভিড বেকহাম ক্রিকেটের প্রতি ভালোবাসার টানে উড়ে এসেছেন তা নয়, ইউনিসেফের শুভেচ্ছা দূত হিসেবে তিনি ভারত সফরে এসেছেন। ২০০৫ সাল থেকে তিনি আন্তর্জাতিক এ সংস্থাটির সঙ্গে কাজ করছেন সাবেক এ ফুটবলার।
ভারতের একটা সূত্র জানিয়েছে, বেকহাম তার সফরে গুজরাটে পৌঁছেছেন। তিনি ইউনিসেফের হয়ে শিশু অধিকার এবং লিঙ্গ সমতা নিয়ে কাজ করছেন। ২০২৩ সালের বিশ্ব শিশু দিবসে এটাই বৈশ্বিক থিম।
এ মাসের শুরুতে ওয়াংখেড় স্টেডিয়াম গ্রুপ পর্বের ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত ও শ্রীলঙ্কা। সে ম্যাচে আইসিসি শিশু অধিকার নিয়ে প্রচারণা চালিয়েছিল। প্রচারণার প্রতিপাদ্য ছিল ‘বি-আ-চ্যাম্পিয়ন’।
আইসিসি এক বিবৃতিতে এ সম্পর্কে জানিয়েছিল, প্রত্যেক শিশুর জন্য উন্নত বিশ্ব গড়তে ছেলে ও মেয়ে শিশুর সমান অধিকারের সুযোগ তৈরি করতে পুরুষদের বিশ্বকাপ ক্রিকেটকে নাগালের মধ্যে পৌঁছাতে হবে।
ভারত-শ্রীলঙ্কা ম্যাচের দিন গ্যালারিতে শচীন টেন্ডুলকার এবং মুত্তিয়া মুরালিধরণ উপস্থিত ছিলেন। বিরতির সময় তারা ছোট্ট একটা আলোচনাতেও অংশ নিয়েছিলেন।
