চলতি মাসের শেষের দিকে বিশ্বকাপ বাছাই পর্বে মুখোমুখি হবে বিশ্ব ফুটবলের দুই শক্তিধর দেশ আর্জেন্টিনা ও ব্রাজিল। দুনিয়ার জুড়ে কোটি কোটি সমর্থকরা এই ম্যাচের জন্য উম্মুখ হয়ে আছে। তবে এরই মাঝে হয়ে গেল আরো একটা আর্জেন্টিনা-ব্রাজিল লড়াই। সেটিও বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ। আর এ ম্যাচে আর্জেন্টিনার সমর্থকদের জন্য হতাশা বয়ে এনেছে। লড়াইয়ে জয় ব্রাজিলিয়ানদের।
আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্সে মুখোমুখি হয়েছিল ব্রাজিল ও আর্জেন্টিনা। তবে এটি ফুটবলের কোনো ম্যাচ নয়, ক্রিকেটের ম্যাচ। দুই দেশের নারী ক্রিকেটাররা ২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাছাই মুখোমুখি হয়েছিল। ম্যাচ ব্রাজিলের মেয়েরা ২৫ রানে জয় পেয়েছে।
স্বাগতিক আর্জেন্টিনা, ব্রাজিল, কানাডা ও যুক্তরাষ্ট্রকে নিয়ে ডাবল লিগ পদ্ধতি টুর্নামেন্টের শীর্ষ দলটি বাছাই পর্বের গ্লোবাল রাউন্ডে খেলার সুযোগ পাবে। আর্জেন্টিনাকে হারিয়ে সেই পথের দিকে এক ধাপ এগিয়ে থাকলো ব্রাজিলের নারী ক্রিকেট দল।
প্রথমে ব্যাট করে ২০ ওভার খেলে ৮ উইকেটে ৬৯ রান করেছিল ব্রাজিল। রান তাড়া করতে নেমে ১৫.১ ওভারে সব উইকেট হারিয়ে আর্জেন্টিনা ৪৪ রান করে।
