আবারো আলোচনায় জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। এবার তাঁকে দায়ী করা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও তামিমের মধ্যকার দ্বন্দ্বের জন্য। তাঁর পাশাপাশি দুইজন বোর্ড পরিচালক ভারত বিশ্বকাপে ব্যর্থতার দায়ে ফেঁসে যাচ্ছেন।
বিশ্বকাপ স্কোয়াডে থাকা ক্রিকেটারদের অভিযোগের পরিপ্রেক্ষিতে বিশ্বকাপ দলে অস্থিরতা তৈরিতে দুইজন পরিচালকের দায় খুঁজে পেয়েছে তদন্ত কমিটি। দুই পরিচালকই বিসিবির বড় পদে আছেন। একারণে তদন্ত প্রতিবেদনের অনুলিপি বোর্ডে জমা দেননি তদন্ত কর্মকর্তারা। ভবিষ্যতেও তাঁদের এই প্রতিবেদন জমা দেয়ার সম্ভাবনা কম বলে জানা যায়।
এ বিষয়ে বিসিবির একজন পরিচালক জানান, হাথুরুসিংহেকে দ্বিতীয় দফায় কোচ হিসেবে নিয়োগ দেয়া হয় তামিম ইকবাল ও মাশরাফি বিন মর্তুজার পরামর্শে। কিন্তু অধিনায়ক তামিম কোচের কাছ থেকে সহযোগিতা না পাওয়ায় তাঁদের মাঝে দূরত্ব বাড়তে থাকে। পরিস্থিতি বেশি খারাপ হওয়ায় হুট করেই অবসরের ঘোষণা দেন তামিম।
পরবর্তীতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে অবসর ভেঙে ফিরলেও নেতৃত্ব ছেড়ে দেন দেশসেরা এই ওপেনার। আর হাথুরু কোনোভাবেই চাননি তামিম বিশ্বকাপে খেলুক।