এক যুগ ব্যবধানে ভারতের মাটিতে বসেছে বিশ্বকাপ ক্রিকেটের আরেকটি আসার। বৃহষ্পতিবার নিউজিল্যান্ড-ইংল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হয়েছে বিশ্বকাপের লড়াই। এমনিতেই ভারত ক্রিকেট পাগল দেশ। বিপুল সংখ্যক দর্শক ক্রিকেট উপভোগ করে থাকে। তার ওপর বিশ্বকাপ দেখতে বিপুল সংখ্যক বিদেশি ভারত সফর করবেন। তারা এক এলাকা থেকে অন্য এলাকায় যাবেন। এতে করে বিপুল পরিমাণে অর্থ লেনদেন হবে। একটি বেসরকারী সংস্থা জানিয়েছে, বিশ্বকাপের কারণে ভারতীয় অর্থনীতিতে ২৬ হাজার কোটি টাকা লাভ হবে।
বিশ্বকাপের সঙ্গে যোগ হয়েছে ভারতীয়দের পূজা উৎসব। এ উপলক্ষে রমরমা বাজার বসবে। ফলে কেনাকাটায় আগ্রহ বাড়বে সমর্থকদের। বিশ্বকাপ উপলক্ষে যে সব দর্শক ভারত সফরে আসবে তাদের মধ্যে কেনাকাটার আগ্রহ বাড়বে। ফলে সেদিকেও লাভ হবে।
অর্থনীতিবিদদের প্রত্যাশা, টিভি এবং ডিজিটাল মিলিয়ে বিশ্বকাপ দেখা লোকের সংখা অনেক বাড়বে। গত বিশ্বকাপে এ মাধ্যমে বিশ্বকাপ দেখা দর্শকের পরিমাণ ছিল ৫৫ কোটি। এবার তা শতকোটি ছাড়িয়ে যেতে পারে।
বিশ্বকাপের কারণে হোটেল ভাড়া এবং বিমান ভাড়া বেড়েছে। আগামী দিনে আর বাড়ার সম্ভাবনা রয়েছে। সে সঙ্গে সরকারের ভান্ডারও স্ফীত হবে। কেননা টিকিট বিক্রি, হোটেল , রেস্তোরা, খাবার ডেলিভারি ইত্যাদি থেকে কর বাড়বে। সমর্থকদের আগ্রহ যত বাড়বে লাভের পরিমাণও বাড়বে। সব মিলিয়ে শক্তিশালী হবে ভারতের অর্থনীতি।