২০২৫সালের সেপ্টেম্বরেই শুরু হতে যাচ্ছে আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপ। এই টুর্নামেন্টে দেখা যেতে পারে বাংলাদেশের নারী আম্পায়ার সাথিরা জাকির জেসি কে। এই আসরে অংশ নিচ্ছে বাংলাদেশ নারী দলও। টুর্নামেন্টকে সামনে রেখে অংশগ্রহণকারী আট দলের প্রস্তুতি ম্যাচের সূচি প্রকাশ করেছে আইসিসি। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ২৫, ২৭ ও ২৮ সেপ্টেম্বর।
বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচের পাশাপাশি আলোচনায় উঠে এসেছেন দেশের এই নারী আম্পায়ার। প্রথমবারের মতো বিশ্বকাপের ম্যাচ পরিচালনার সুযোগ পেতে পারেন তিনি। যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি আইসিসি। এখনো প্রকাশ করা হয়নি ম্যাচ অফিসিয়ালদের তালিকাও। তবে সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, এবারের বিশ্বকাপে আম্পায়ার হিসেবে দেখা যেতে পারে জেসিকে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠুও জেসিকে নিয়ে আশাবাদী। বাংলাদেশের এক মিডিয়ার কাছে তিনি বলেন, “জেসি অনেকদিন ধরে ভালো করছে। বিভিন্ন জায়গায় দায়িত্ব পালন করেছে, নিজেকে প্রমাণও করেছে। তার আম্পায়ারিং নিয়ে কোনো অভিযোগ নেই। তাই আমি আশাবাদী, তাকে বিশ্বকাপে দেখা যাবে।”
বাংলাদেশ নারী দলের প্রস্তুতি ম্যাচের সূচিও ইতোমধ্যে চূড়ান্ত হয়েছে। ২৫ সেপ্টেম্বর কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে খেলবে বাংলাদেশ। এরপর ২৭ সেপ্টেম্বর দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হবে শ্রীলঙ্কা জাতীয় দলের। তবে এই ম্যাচ দুটির বাইরে বিশ্বকাপ শুরুর মধ্যবর্তী সময়ে কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে না টাইগ্রেসরা।
