ক্যারিয়ারের শেষ সময় পার করছেন সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তাঁর অবসর নিঃসন্দেহে দেশের ক্রিকেটে একটা বড় শূন্যস্থান তৈরী করবে। তবে ব্যাটিং ও বোলিংয়ে দিনের পর দিন নিজের সক্ষমতা প্রমাণ করে সেই শূন্যস্থানটা পূরণের আশা দেখাচ্ছেন মেহেদী হাসান মিরাজ। আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে জাতীয় দলের অনুশীলন শেষে সাংবাদিকদের বিশ্বের সেরা অলরাউন্ডার হওয়ার স্বপ্নের কথা জানিয়েছেন মিরাজ।
মিরাজ বলেন, ‘একটা দলে যদি দুইটা অলরাউন্ডার খেলে, দলের জন্য অনেক সুবিধা থাকে। যেহেতু আমার ব্যাটিং ভালো হচ্ছে। শুরুতে আমার ব্যাটিং এতটা ভালো ছিলো না, দল এতটা পায়নি আমি বোলার হিসেবেই খেলেছি। যেহেতু এখন আমি নিজে অবদান রাখতে পারছি ভালো লাগছে। অবশ্যই অনুশীলন করতে হবে। এটা এক দুই দিনে সম্ভব না (বিশ্ব সেরা অলরাউন্ডার হওয়া)। লম্বা সময় ভালো খেলতে হবে। যদি আমি লম্বা সময় যদি ধরে রাখতে পারি তাহলে অলরাউন্ডার (সেরা) হতে পারব।’
সাকিব অবসর নিলে তখন তার দায়িত্ব ও ভূমিকার জায়গা আরো প্রসারিত হবে বলে মনে করে মিরাজ বলেন, ‘একটা দলে যদি অলরাউন্ডার থাকে আগেও বলেছি দলের জন্য বাড়তি সুবিধা। যেহেতু সাকিব ভাই আর আমি দুজনেই খেলছি। আমরা দুজনেই ব্যাটিং, বোলিং করছে…। বিশ্ব ক্রিকেটে এক সময় খেলাটা ছাড়তে হয়। প্রত্যেকটা দলেই কিন্তু এরকম বিকল্প তৈরি হয়। সাকিব ভাই যখন থাকবে না তখন আমার ভূমিকাটা আরও গুরুত্বপূর্ণ হবে দলের জন্য।’