বিশ্বসেরা সেরা অলরাউন্ডার হতে যে তাগিদ মিরাজের

সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান আছেন ক্যারিয়ারের গোধূলি বেলায়। সাকিবের বিদায়ের আগেই মেহেদী হাসান মিরাজ দেখাচ্ছেন আশার আলো। বেশ কিছু দিন ধরেই ব্যাটে-বলে পারফরম্যান্স দিয়ে সাকিবের ছায়া থেকে বেরিয়ে আসার আভাস দিচ্ছেন তিনি। তবে মিরাজ নিজে মনে করেন সাকিবের মতন প্রকৃত অলরাউন্ডার হতে হলে তাকে পাড়ি দিতে হবে লম্বা পথ।

পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ টেস্ট সিরিজে মিরাজ হয়েছে সেরা খেলোয়াড়। বোলিংয়ে দুই টেস্টে ১০ উইকেট নেওয়ার পাশাপাশি দুই টেস্টেই দুই ইনিংস ব্যাট করে করেন ৭৭ ও ৭৮ রান। ওয়ানডে সংস্করণেও নিয়মিত দলের হয়ে ব্যাটে-বলে অবদান রাখতে দেখা যাচ্ছে মিরাজকে।

ভারত সফর সামনে রেখে সোমবার মিরপুরে মিরাজ বলেন,‘একটা দলে যদি দুইটা অলরাউন্ডার খেলে, দলের জন্য অনেক সুবিধা থাকে। যেহেতু আমার ব্যাটিং ভালো হচ্ছে। শুরুতে আমার ব্যাটিং এতটা ভালো ছিলো না, দল এতটা পায়নি আমি বোলার হিসেবেই খেলেছি। যেহেতু এখন আমি নিজে অবদান রাখতে পারছি ভালো লাগছে।’

এছাড়া মিরাজ জানালেন সাকিব অবসর নিলে তখন তার দায়িত্ব ও ভূমিকার জায়গা আরো প্রসারিত হবে,‘একটা দলে যদি অলরাউন্ডার থাকে আগেও বলেছি দলের জন্য বাড়তি সুবিধা। যেহেতু সাকিব ভাই আর আমি দুজনেই খেলছি। আমরা দুজনেই ব্যাটিং, বোলিং করছে…। বিশ্ব ক্রিকেটে এক সময় খেলাটা ছাড়তে হয়। প্রত্যেকটা দলেই কিন্তু এরকম বিকল্প তৈরি হয়। সাকিব ভাই যখন থাকবে না তখন আমার ভূমিকাটা আরও গুরুত্বপূর্ণ হবে দলের জন্য।’

Exit mobile version