নারী বিশ্বকাপ ক্রিকেট শুরুটা দারুণ হয়েছিল বাংলাদেশের। পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে শুভ সূচনা করেছিল। তারপর পথ হারিয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচের জয়ের ফলে সেমিফাইনালে খেলার যে স্বপ্ন এবং সম্ভাবনা তৈরি করেছিল তা এখন অনেকটাই উবে গেছে। একের পর এক হার বাংলাদেশকে খাদের কিনারায় নিয়ে এসেছে। বিশাখাপত্তমে ম্যাচটি শুরু হবে বিকাল সাড়ে তিনটায়।
আজ বাংলাদেশের সামনে নিজেদের ফিরে পাওয়ার সুযোগ। আজ নিজেদের পঞ্চম ম্যাচে তারা বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে।আজ বাংলাদেশ জয় পেলে ভালো একটা অবস্থানে চলে আসবে।
আট দলের এ টুর্নামেন্টে বাংলাদেশ বর্তমানে ৪ ম্যাচ থেকে দুই পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে। অস্ট্রেলিয়া দ্বিতীয় স্থানে। চার ম্যাচ থেকে তাদের পয়েন্ট ৭। সবার ওপরে ইংল্যান্ড, তাদেরও পয়েন্ট ৭। রান রেটে অস্ট্রেলিয়াকে পেছনে ফেলেছে তারা।
বাংলাদেশ পাকিস্তানকে হারানোর পর পরের তিন ম্যাচেই হেরেছে। তবে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাদের পারফরম্যান্স ছিল দুর্দান্ত। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিশ্চিত জয় হাতছাড়া হয়। ৪৯.৩ ওভার পর্যন্ত দক্ষিণ আফ্রিকাকে ব্যাটিং করতে বাধ্য করে বোলাররা। ইংল্যান্ডকেও কম ঝাঁকুনি দেয়নি। ১৭৯ রানের লক্ষ্যে খেলতে নামা ইংল্যান্ডকে ৪৬.১ ওভার পর্যন্ত ব্যাটিং করতে বাধ্য করে।
সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারলে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভালো করার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের। আর তা হলেই সেমিফাইনালে খেলার সম্ভাবনা আবার তৈরি হবে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















