আগামী বছরের ১১ জুন ইংল্যান্ডের লর্ডসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হবে। কোন দুই দল ফাইনালে খেলবে তা এখনো চূড়ান্ত হয়নি। গত দুই আসরের ফাইনালে খেলা ভারত ফাইনালে খেলার লড়াইয়ে ভালোভাবে টিকে রয়েছে। তাদের সঙ্গে দুই আসরে ফাইনাল খেলা নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া লড়াইয়ে আছে। আরো রয়েছে শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকা।
গত কিছুদিনের খেলায় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে ব্যাপক পরিবর্তন এসেছে। এক সময়ে ফাইনালে খেলার দারুণ সম্ভাবনা ছিল ইংল্যান্ডের। পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে জয়ে সেই সম্ভাবনাকে উজ্জ্বল করেছিল তারা। কিন্তু পরের দুই ম্যাচের হার তাদেরকে বেশ পিছিয়ে দিয়েছে।
দুই ফাইনালিস্ট নির্ধারণ হওয়ার আগে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আরো সাতটি সিরিজ অনুষ্ঠিত হবে। মূলত এ সব সিরিজের ফলাফলের ওপর নির্ভর করবে কোন দুটো দল জুনে অনুষ্ঠিতব্য ফাইনালে খেলবে।
নিজেদের মাঠে নিউজিল্যান্ডের কাছে হোয়াইট ওয়াশ হয়ে বড় ধাক্কা পেয়েছে ভারত। এই ধাক্কা সামলে উঠতে না উঠতেই তাদেরকে মুখোমুখি হতে হচ্ছে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা অস্ট্রেলিয়ার। অ্যাওয়েতে হওয়া এ সিরিজে ভালো কিছু করা ভারতের জন্য কঠিন হয়ে দেখা দিতে পারে। সে তুলনায় দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা তুলনামূলক সুবিধাজনক অবস্থায় আছে। তারা উভয় দলই দুটো করে সিরিজে অংশ নেবে। এক সিরিজে দক্ষিণ আফ্রিকা নিজেদের মাঠে পাকিস্তানের মোকাবেলা করবে। শ্রীলঙ্কা নিজেদের মাঠে খেলবে অস্ট্রেলিয়ার বিপক্ষে। এছাড়া দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা নিজেদের মধ্যে দুই ম্যাচের সিরিজ খেলবে। সিরিজটি হবে দক্ষিণ আফ্রিকায়।
ভারতকে হোয়াইট ওয়াশ করে নিউজিল্যান্ড তাদের সম্ভাবনা জোরালো করেছে। এ সময়ে একটা মাত্র সিরিজ তাদের। নিজেদের দেশে ইংল্যান্ডের বিপক্ষে সেই সিরিজের ফল তাদের জন্য স্বস্তির হতে পারে। আবারও তাদের ফাইনালে দেখা যেতে পারে।