পার্থ টেস্টে জয় ভারতকে আবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের শীর্ষে নিয়ে এসেছে। এর ফলে আগামী বছর লর্ডসে অনুষ্ঠিতব্য বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে তাদের ফাইনাল খেলার সম্ভাবনা উজ্জ্বল হয়েছে।
পার্থে অস্ট্রেলিয়ার বিপক্ষে বোলিং ও ব্যাটিং উভয় বিভাগে আধিপত্য করেছে ভারত। যার ফলে ২৯৫ রানের বিশাল ব্যবধানে জয় পায়। এ জয়ের ফলে তারা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শীর্ষে উঠে এসেছে। তবে ফাইনালে খেলতে হলে কঠিন পথ পাড়ি দিতে হবে। অস্ট্রেলিয়া সফরে এ সিরিজ বড় ধরণের সাফল্য অর্জন করতে হবে তাদেরকে। সিরিজ জয় করতে হবে। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের অন্তত চারটিতে জয় ও একটি ড্রতে শেষ করতে হবে। তাহলে নিউজিল্যান্ড থেকে একটু সুবিধাজনক অবস্থায় থেকে তারা ফাইনাল খেলতে পারবে।
তবে পয়েন্ট টেবিলের চিত্র যে শুধু অস্ট্রেলিয়া ও ভারতের সিরিজের ওপর নির্ভর করছে তা নয়। ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকাও রয়েছে। লড়াইয়ে আছে শ্রীলঙ্কাও। দক্ষিণ আফ্রিকা শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ রয়েছে। ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের সিরিজ চলমান। ফলে ভারতকে অন্য দলের ওপরও নির্ভর করতে হবে।