ঢাকা প্রিমিয়ার লিগের এক আসরে আগেই সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছিলেন বিজয়। এবার প্রথম ব্যাটার হিসেবে হাজার রানেরও কীর্তি গড়েছেন এনামুল হক বিজয়। এ সুবাদে বিশ্ব রেকর্ডে নাম উঠে গেছে বাংলাদেশের এ ব্যাটারের।
বাংলাদেশ তো বটেই এখন পর্যন্ত লিস্ট-এ স্বীকৃত আসরে বিজয়ই প্রথম কোনো ব্যাটার যিনি এক হাজার রানের রেকর্ড গড়েছেন। রেকর্ড গড়ার পথে তিনি ছাড়িয়ে গেছেন অস্ট্রেলিয়ার টম মুডিকে। ৩১ বছর আগে ১৯৯১ সালে ইংলিশ কাউন্টি দল ওয়ারউইকশায়ারের হয়ে সানডে লিগে ৯১৭ রান করেছিলেন তিনি। খেলেছিলেন ১৫ ম্যাচ। তাকে ছাড়িয়ে বিজয়ের রান ১০৪২। ১৪ ম্যাচে এ রান করেন তিনি।
তালিকায় থাকা শীর্ষ পাঁচ ব্যাটারের চারজনই ইংলিশ কাউন্টিতে রেকর্ড গড়েছেন। তৃতীয় স্থানে থাকা জিমি কক সামারসেটের হয়ে ১৯৯০ সালে সানডে লিগে করেছিলেন ৯০২ রান। ২০১০ সালে ইয়র্কশায়ারের হযে ১৩ ম্যাচে ৮৬১ রান করেছিলেন দক্ষিণ আফ্রিকার জ্যাক রুডলফ। ওয়েস্ট ইন্ডিজের কার্ল হুপার ১৯৯৩ সালে করেছিলেন ৮৫৪ রান।