বিসিবিতে পদত্যাগপত্র জমা দিলেন সালাউদ্দিন

বিসিবিতে পদত্যাগপত্র জমা দিলেন সালাউদ্দিন

সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন

বিসিবিতে কোচ সালাউদ্দিনের পদত্যাগ, ক্রিকেটে আলোচনার ঝড়

বিসিবিতে পদত্যাগপত্র জমা দিলেন সালাউদ্দিন । ব্যক্তিগত কারণ দেখিয়ে বাংলাদেশে ক্রিকেট বোর্ড বিসিবিতে উপস্থিত হয়ে নিজের পদত্যাগপত্র জমা দিলেন জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। আয়ারল্যান্ড সিরিজ দিয়ে নিজের দায়িত্বের ইতি টানবেন ঘরোয়া ক্রিকেটের সফলতম এই কোচ।

আজ বুধবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় স্বশরীরের বিসিবিতে এসে নিজের পদত্যাগপত্র জমা দিয়েছেন সালাউদ্দিন। তবে চুক্তি অনুযায়ী নিজের নোটিশ পিরিয়ডে দলের সঙ্গে থাকবেন তিনি। আয়ারল্যান্ড সিরিজেও তাই কাজ করবেন।

জাতীয় দলের দায়িত্ব ছাড়লে আবারো ঘরোয়া ক্রিকেটে ফিরবেন এই কোচ। আসন্ন বিপিএলেও কোনো দলের কোচের ভূমিকায় দেখা যেতে পারে তাকে।বাংলাদেশ জাতীয় দলের কোচিংয়ের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন কোচ মোহম্মাদ সালাউদ্দিন!

বেশে কিছু দিন ধরেই জাতীয় দলের সিনিয়র সহকারী কোচের দায়িত্বে ছিলেন তিনি । আগামী ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত তার চুক্তি থাকলেও এক বছরের মাথায়ই বিদায় নিলেন দেশের অন্যতম অভিজ্ঞ এই কোচ।

নিজের পদত্যাগের বিষলে  সালাউদ্দিন বলেন,‘ হ্যাঁ, আমি বিসিবিতে আমার পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছি। তবে তিনি চলতি আয়ারল্যান্ড সিরিজ পর্যন্ত এই দায়িত্ব পালন করবেন।

Exit mobile version