বিসিবিতে পরিবর্তন এসেছে যে নিয়মে

সরকার পতনের পর পরিবর্তন এসেছে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে। পরিবর্তন এসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-তেও। প্রায় এক যুগ পর সভাপতির দায়িত্ব ছেড়েছেন নাজমুল হাসান পাপন। নতুন সভাপতির দায়িত্ব গ্রহণ করেছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার ফারুক আহমেদ। সাথে পরিবর্তন এসেছে পরিচালকের পদেও।

জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত বিসিবির দুই পরিচালক জালাল ইউনুস চৌধুরী ও আহমেদ সাজ্জাদুল আলম ববিকে সরিয়ে নতুনভাবে মনোনয়ন দেওয়া হয় ফারুক ও নাজমুল আবেদীন ফাহিমকে। সরকারের হস্তক্ষেপে বিসিবিতে এমন পরিবর্তন এসেছে বলে অভিযোগ করছেন কেউ কেউ।

আজ এক বিজ্ঞপ্তিতে সরকারের অবস্থান স্পষ্ট করেছে এনএসসি। যেখানে লেখা আছে, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গঠনতন্ত্রের ৯.৩.২ নং অনুচ্ছেদ অনুযায়ী কাউন্সিলর ক্যাটাগরিতে জাতীয় ক্রীড়া পরিষদ থেকে এর আগে পাঁচজন প্রতিনিধি মনোনীত করা হয়। তাদের মধ্যে জালাল ইউনুস ২০২৪ সালের ১৯ আগস্ট পদত্যাগ করলে সেই শূন্য পদে নাজমুল আবেদীন ফাহিমকে জাতীয় ক্রীড়া পরিষদ থেকে মনোনয়ন দেওয়া হয়েছে।’

‘অন্যদিকে গঠনতন্ত্রের ১৩.২ (খ) ৪ নং অনুচ্ছেদ অনুযায়ী পরিচালক ক্যাটাগরিতে জাতীয় ক্রীড়া পরিষদের মাধ্যমে পূর্বের মনোনয়ন পরিবর্তন করে ফারুক আহমেদ ও নাজমুল আবেদীন ফাহিমকে মনোনয়ন দেওয়ায় তা সব জায়গায় প্রশংসিত হচ্ছে। এই মনোনয়ন ফিলোসফি অব জুডিসপ্রুডেন্সের ভিত্তিতে প্রচলিত বিধিবিধানের সর্বোচ্চ সতর্ক প্রয়োগের মাধ্যমে করা হয়েছে।’

Exit mobile version