ভারতে অনুষ্ঠিত হওয়া ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর শুরুর আগে হঠাৎ করেই অবসরের ঘোষণা দেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল খান। নানা আলোচনা-সমালোচনার পর মাননীয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপে আবারো ক্রিকেটে ফেরেন জাতীয় দলের সাবেক অধিনায়ক।
আফগানিস্তানের বিপক্ষে সিরিজের মাঠ পথে অবসরের সিদ্ধান্ত নেয়া তামিম আবারো মাঠে ফেরেন নিউজিল্যান্ডের বিপক্ষে। তবে বিশ্বকাপের আগ মুহূর্তে আবারো আগের সিদ্ধান্তে ফিরে যান তামিম। বিশ্বকাপ দল থেকে নিজের নাম সরিয়ে নেন তিনি। কারণ হিসেবে জানান নিচের দিকে ব্যাটিংয়ের প্রস্তাব দেয়াতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
বিশ্বকাপ শেষে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলেছে বাংলাদেশ। সেই দৃশ্যপটেও দেখা মেলেনি তামিমের। কবে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন বা আদৌ জাতীয় দলের জার্সিতে তাঁকে ব্যাট হাতে দেখা যাবে কিনা তা নিয়েও ভক্তদের মনে দেখা দিয়েছে সংশয়।
এরই মধ্যে ভক্তদের দুঃসংবাদই দিলেন তামিম। বিসিবি’র ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছেন, তামিম তাদেরকে অনুরোধ করেছেন যাতে আপাতত তাঁকে ২০২৪ সালের কেন্দ্রীয় চুক্তিতে না রাখা হয়। এই ব্যাপারে বোর্ড সভাপতির সাথে আলোচনা করে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা স্থির করবেন তিনি।
এই নিয়ে জালাল বলেছেন, ‘আগেও তামিমের আমাদের সঙ্গে আলাপ হয়েছে। আপনারা হয়তো অনেকেই জানেন না। তামিম নির্বাচকদের সঙ্গে কথা বলেছিল, প্রধান নির্বাচকের সঙ্গে কথা বলেছে, আমার সঙ্গেও কথা বলেছে। আপনারা জানেন যে বোর্ড সভাপতির সঙ্গে বসার কথা আছে আগামী মাসে। প্রধানত নির্বাচনের পরে। সেখানে তামিম তার পরিকল্পনা নিয়ে আলোচনা করবে। তার ভবিষ্যত পরিকল্পনা কী, সামনের দিনে কীভাবে এগিয়ে যাবে। তার নিজস্ব একটা পরিকল্পনা আছে, তার আগে যেন আমরা তাকে চুক্তিতে না রাখি। সে চেয়েছে এখন না রাখতে, পরে বসার পর পরিকল্পনা চূড়ান্ত করে সে তখন আমাদের জানাবে যে সে কি করতে যাচ্ছে।’
এর আগে অবশ্য তামিম জানিয়েছিলেন যে আসন্ন বিপিএল শেষে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন তিনি। এবছর ফরচুন বরিশালের জার্সিতে দেখা যাবে তামিমকে।