ছাত্র জনতার আন্দোলনে গত ৫ অগাস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকেই বিসিবির পরিচালকরা আড়ালে আছেন। সূত্র জানায়, নাজমুল হাসান পাপন লন্ডনে আর বাকিরা পালিয়ে আছে বিভিন্ন দেশে।
এরপর গত ২১ অগাস্ট জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়নে বিসিবি পরিচালক হন ফারুক আহমেদ ও নাজমুল আবেদীন ফাহিম।
আর সেদিনই জানানো হয় নাজমুলের পদত্যাগের খবর। ফারুক নতুন সভাপতি নির্বাচিত হন সেদিনই। মূলত জাতীয় ক্রীড়া পরিষদের কোটায় বোর্ডে আসা পরিচালক জালাল ইউনুস ও আহমেদ সাজ্জাদুল আলমের পরিবর্তে বিসিবিতে আসেন ফারুক ও নাজমুল আবেদিন।
বিসিবির বেশির ভাগ পরিচালক পালিয়ে থাকলেও এখনও সক্রিয় আছেন মাহবুব আনাম, আকরাম খান, ফাহিম সিনহা, কাজী ইনাম আহমেদ, শফিউল আলম স্বপন, সালাউদ্দিন আহমেদ, ইফতেখার রহমান ও মঞ্জুর আলম।
তবে বর্তমান বাস্তবতায় বিসিবিকে কার্যকর ও এই সময়ের প্রয়োজন মেটানোর উপযোগী করে তুলতে এবার গঠনতন্ত্র সংশোধনী কমিটি গঠন করার সিদ্ধান্ত হয়েছে। নাজমুল আবেদীনকে এই কমিটির প্রধান করা হয়েছে।