বিসিবি’র নতুন সভাপতি বুলবুল

ফারুক আহমেদকে অপসারণের ২৪ ঘন্টা পার না হতেই আমিনুল ইসলাম ‍বুলবুলকে নতুন সভাপতি হিসেবে পেলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বিসিবি। অন্য পরিচালকদের ভোটে একইদিনে সিনিয়র সহ-সভাপতি ও সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন নাজমুল আবেদীন ফাহিম ও ফাহিম সিনহা।

গত বছরের ২১ আগস্ট জাতীয় ক্রীড়া পরিষদ, এনএসসি’র কোটায় প্রথমে বিসিবি’র পরিচালক পরে অন্য পরিচালকদের ভোটে সভাপতি নির্বাচিত হন ফারুক আহমেদ। সেই এনএসসি গতকাল ২৯ মে রাত ১১টার পর প্রজ্ঞাপন জারি ফারুক আহমেদ এর মনোনয়ন বাতিল করে দেয়।

আজ ৩০ মে নতুন প্রজ্ঞাপন জারি করে। যেখানে প্রথমে আমিনুল ইসলাম বুলবুলকে কাউন্সিলর পরবর্তীতে পরিচালক মনোনীত করা হয়।

গত ২৯ মে, বৃহস্পতিবার দেশের অন্যতম আলোচিত ইস্যু হয়ে দাঁড়ায় বিসিবি সভাপতির পদ থেকে ফারুক আহমেদ এর পদত্যাগের বিষয়টি। দৈনিক প্রথম আলোর সূত্রমত্রে, বুধবার অর্থাৎ ২৮ মে রাতে ফারুক আহমেদকে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূইয়া জানিয়ে দেন, সরকার আর বিসিবি সভাপতির পদে ফারুক আহমেদকে রাখতে চায় না’।

কিন্তু ফারুক আহমেদ তাৎক্ষনিক পদত্যাগ না করে দুয়েকদিন সময় চান। কিন্তু এনএসসি’র পক্ষ থেকে সেই সময় পাননি ফারুক আহমেদ।

এদিকে, ফারুক আহমেদ তার এই অপসারণের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল, আইসিসি’র দ্বারস্থ হয়েছেন।

Exit mobile version