বিসিবির নীতিনির্ধারণী পর্যায়ে কাজ করতে ইচ্ছুক ফারুক

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর পক্ষ থেকে কাজ করার প্রস্তাব পেয়েছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ফারুক আহমেদ। গতকাল তাঁর কাছ থেকে এই তথ্য নিশ্চিত করেছে খেলা ডট লাইভ। অবশ্য ঠিক কোন পদে বিসিবিতে যুক্ত হওয়ার প্রস্তাব পেয়েছেন তিনি, তা নিয়ে পরিষ্কারভাবে কিছুই জানাননি তিনি।

আজ ফারুক আহমেদের একটি সাক্ষাৎকার দেশের একটি ইংরেজি দৈনিকের অনলাইন সংস্করণে প্রকাশিত হয়েছে। যেখানে বিসিবিতে থাকলে কোন ভূমিকায় থাকতে চান বলে জানিয়েছেন তিনি।

দুই মেয়াদে বিসিবির প্রধান নির্বাচকের দায়িত্বে ছিলেন ফারুক আহমেদ। এবার অবশ্য সেই পদ নিয়ে আগ্রহ নেই তার। এই বিষয়ে তিনি বলেন, ‘আমি পূর্বে দুই মেয়াদে প্রধান নির্বাচক হিসেবে কাজ করেছি। তবে এখন আর তেমন কোনো পদে কাজ করার সময় বা শক্তি কোনোটাই নেই।’

ক্রিকেটে বোর্ডের নীতিনির্ধারণী পর্যায়ে কাজ করতে ইচ্ছা প্রকাশ করে তিনি বলেন, ‘আমার মনে হয় নীতিনির্ধারণী পদে কার্যকরী ভূমিকা রাখতে পারব। যেমন দলের উন্নয়ন এবং পারফরম্যান্স বিশ্লেষণের মতো কাজগুলোতে আমার দক্ষতা বেশি কাজ লাগাতে পারব বলে আমার বিশ্বাস।’

Exit mobile version