বিসিবি নয়, লিগ মাঠে গড়াবে ক্লাবের চাওয়ায়

বিসিবি নয়, লিগ মাঠে গড়াবে ক্লাবের চাওয়ায়

বিসিবি নয়, লিগ মাঠে গড়াবে ক্লাবের চাওয়ায় । বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান পরিচালনা পর্ষদকে অযোগ্য ও বিতর্কিত উল্লেখ করে তাদের অধীনে কোনো ধরনের লিগ না খেলার কথা আবারও দৃঢ়ভাবে ব্যক্ত করেছেন ৪৪টি ক্লাবের সংগঠকরা। গতকাল বাংলাদেশ সামরিক যাদুঘরের মিলনায়তনে ‘ বাংলাদেশের ক্রিকেট, বর্তমান প্রেক্ষাপট এবং বিসিবির অব্যবস্থা’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে এ কথা জানান বক্তরা।

বাংলাদেশ সামরিক যাদুঘরের মিলনায়তনে ‘ বাংলাদেশের ক্রিকেট, বর্তমান প্রেক্ষাপট এবং বিসিবির অব্যবস্থা’ শীর্ষক সংবাদ সম্মেলন

সংবাদ সম্মেলনে তিন পৃষ্ঠার লিখিত প্রেস রিলিজে বিসিবির নির্বাচন থেকে শুরু করে সর্বশেষ বিপিএলের ফিক্সিংয়ে নিয়ে সাত খেলোয়াড়কে নিলাম থেকে বাদ দেয়ার বিষয়টি পর্যন্ত তুলে ধরা হয়। অন্যান্য বিষয়গুলোর মাঝে ছিল সংবাদ সম্মেলন আয়োজন করার কারণ, খসড়া গঠনতন্ত্রে বিসিবির পরিচালনা পর্ষদে ক্লাবগুলোর প্রতিনিধিত্ব ১২ থেকে কমিয়ে চারে নামিয়ে আনা, নির্বাচন থেকে সরে যাওয়ার কারণ, লিগ বর্জনের ঘোষণা, বিসিবির সভাপতির মিথ্যাচার, নারী ক্রিকেটারদের যৌন হয়রানির বিচার করা নিয়ে বিসিবির অবহেলা।

বর্তমান প্রেক্ষাপট এবং বিসিবির অব্যবস্থা’ শীর্ষক এক সংবাদ সম্মেলন

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মোহামেডান ক্লাবের পরিচালক ও ক্রিকেট কমিটির চেয়ারম্যান মাসুদুজ্জামান, আবাহনী ক্লাবের পরিচালক ও ক্রিকেট কমিটির চেয়ারম্যান শেখ বশির আহমেদ মামুন, বিসিবির সাবেক পরিচালক সূর্যতরুণ ক্লাবের ফাহিম সিনহা, বিসিবির সাবেক যুগ্ম সম্পাদক ইন্দিরা রোড ক্রীড়া চক্রের রফিকুল ইসলাম বাবু, আজাদ স্পোর্টিং ক্লাবের মির্জা ইয়াসির আব্বাস, সিটি ক্লাবের মইনুল হক।

এ ছাড়াও উপস্থিত ছিলেন মোহামেডান ক্লাবের পরিচালক লোকমান হোসেন ভুইয়া, আবাহনী ক্লাবের পরিচালক জি এস হাসান তামিম, লিজেন্ডস অব রূপগঞ্জের লুৎফুর রহমান বাদল, কাকরাইল বয়েজ ক্লাবের মোহাম্মদ সালাহউদ্দিন চৌধুরী, গোপীবাগ ফ্রেন্ডস এসোসিয়শনের এ এইচ এম সাইফুল ইসলাম সপু,প্রগতি সেবা সংঘের সাব্বির আহমেদ রুবেল, আম্বার স্পোর্টিং ক্লাবের জিয়াউর রহমান তপু, মোহাম্মদপুর ক্রিকেট ক্লাবের তাবারাকুল ইসলাম আরিফ, পারটেক্স ক্লাবের সাজ্জাদ হোসেনসহ আরও অনেকে।

সংবাদ সম্মেলনের শুরুতে সংকাটপন্ন অবস্থায় থাকা বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে দোয়া করা হয় এবং সংবাদ সম্মেলন সংক্ষিপ্ত করে নিয়ে আসা হয়। প্রেস রিলিজে বিসিবির বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে অবৈধ, সাবেক সভাপতি ফারুক আহমেদকে বহিস্কৃত সভাপতি বলে তাকেও অবৈধ সহ-সভাপতি বলা হয়। নারী ক্রিকেটারদের যৌন হয়রানির বিচার করা নিয়ে বিসিবি অবহেলা করছে বলেও উল্লেখ করা হয়। অভিযুক্ত বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিমসহ অন্যান্য অভিযুক্তদের স্ব স্ব দায়িত্ব থেকে সরিয়ে দেয়ার দাবী জানানো হয়।

মাসুদুজ্জামান তার বক্তেব্যে বলেন,

এখানে যে সব ক্লাবের প্রতিনিধিরা এসেছেন, তাদের আস্বস্থ করতে চাই ঐতিহ্যবাহী মোহামেডান ক্লাব আমরা আপনাদের পাশে ছিল, আগামীতেও থাকবে।

বিসিবি সভাপতি লিগে মোহামেডানের খেলার ব্যাপারে গ্রিন সিগন্যাল পেয়েছেন বলে সংবাদ সম্মেলনে যে কথা বলেছেন তার জবাবে মাসুদুজ্জামান বলেন,

এ ব্যাপারে মোহামেডান ক্লাব প্রেস রিলিজ দিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে। উনি যে কথা বলেছেন, তা এবার আপনারাই বুঝে নেন।

সংবাদ সম্মেলনে তামিম ইকবালের না থাকা প্রসঙ্গে এক প্রশ্নের জবাব মাসুদুজ্জামান বলেন,

তামিম ইকবাল আমাদের সঙ্গে আছে। আবার খেলোয়াড়দের সঙ্গেও আছে। যেহেতু সে এখনো অবসর নেয়নি, তাই তার নিজস্ব একটা অবস্থান আছে। আমরা যেমন এই বোর্ডকে অবৈধ বলছি, তেমনি তামিমও অবৈধ বলছে।

শেখ বশির আহমেদ মামুন বলেন,

আমরা ক্রিকেটের পক্ষের লোক। আমরা কিন্তু খেলোয়াড় তৈরি করি। আবাহনী-মোহামেডানসহ লিডিং ক্লাবগুলো কিন্তু কোনও স্বার্থে কাজ করে না। আমরা স্বার্থ ছাড়া ফ্যামিলি লাইফ, বিজনেস লাইফ ত্যাগ করে আমরা ক্রিকেটের উন্নতির জন্য চেষ্টা করি, ক্রিকেটার তৈরি করি। আমরা যদি না থাকি ক্রিকেটের উন্নতি হবে না, ক্রিকেট এগিয়ে যাবে না। ক্রিকেটের উন্নয়নে আমরা ক্লাবগুলো একতাবদ্ধ।

তিনি বলেন,

আমরা চাইলে ক্রিকেট মাঠে গড়াবে, বিসিবি চাইলে হবে না।

ফাহিম সিনহা বলেন,

বাদ দেওয়া ক্রিকেটারদের বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ ও প্রমাণ থাকলে বিষয়টি দ্রুত স্পষ্ট করা জরুরি। যদি লিগ্যালি সত্যিকারের কোনো প্রমাণ থাকে যে ওরা কোনো অন্যায় করেছে। তাহলে সব লিগ থেকে তাদেরকে বাদ দিয়ে দেওয়া উচিত। তখন ওই বিষয়ের সঙ্গে আমাদের কোনো দ্বিমত থাকবে না। অভিযুক্তদের যদি শাস্তি দিতে হয়, বোর্ডের ভিতরেও তো অনেক অভিযুক্ত ব্যক্তিরা এখন পরিচালক হয়ে আছেন। অভিযুক্তদের যদি আমরা প্রমাণ পাওয়ার আগে শাস্তি দিয়ে দেই। তাহলে ওনাদেরও এই শাস্তি হওয়া উচিত বা বহিষ্কার করা উচিত।

রফিকুল ইসলাম বাবু বলেন,

ওনারা ক্লাব এলার্জিতে ভুগছেন। আমাদেরকে ওনারা পছন্দ করেন না। সেটা ওনাদের ব্যাপার। আমরা ঐক্যবদ্ধ আছি। ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ।

Exit mobile version