বিসিবি সভাপতির বৈঠকে ক্রিকেটারদের সঙ্গে তামিম! জন্ম দিয়েছে অনেক প্রশ্ন!

পাকিস্তানে সিরিজ জয়ের পর ভারত সফরের আগেই ক্রিকেটাররা প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেন বৃহস্পতিবার দুপুরে। সেখান থেকে ফিরেই ক্রিকেটাররা মিটিং করেছেন নতুন বিসিবি সভাপতি ফারুক আহমেদের সঙ্গে। ক্রিকেটারদের সঙ্গে সেই মিটিংয়ে উপস্থিত ছিলেন তামিম ইকবালও!

ক্রিকেটারদের সঙ্গে বিসিবি সভাপতির পূর্ব নির্ধারিত বৈঠকে সাবেক এই অধিনায়কের উপস্থিত নিয়ে নানা প্রশ্ন জন্ম দিয়েছে। কারণ বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে তামিম নিজেকে সরিয়ে নিয়েছেন আগেই। জাতীয় দল থেকেও তিনি এখনও অনেক দূরে। এই সভায় তার উপস্থিতি তাই বাড়তি কৌতূহলের উৎস অবশ্যই।

তবে এখনও আনুষ্ঠানিকভাবে কেউ ব্যাপারটি খোলাসা করেননি। সভায় সূত্র বিসিবির এক কর্মকর্তা জানায়,‘ক্রিকেটারদের অনুরোধেই তাদের সঙ্গী হয়েছিলেন তামিম। এই সভা শুধু জাতীয় দল সংক্রান্ত ছিল না। মূলত বিপিএলসহ অন্যান্য ঘরোয়া আসরগুলির আয়োজনের নিশ্চয়তা পেতেই বিসিবি সভাপতির সঙ্গে আলোচনায় বসেছিলেন ক্রিকেটাররা। দেশের সিনিয়র একজন ক্রিকেটার হিসেবে তামিমকেও নিজেদের পাশে চেয়েছিলেন ক্রিকেটাররা।

বিসিবির পাঠানো এই সভার ভিডিও ফুটেজে দেখা যায়। সেখানে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও তামিম ছাড়াও দেখা গেছে মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মুমিনুল হক, তাসকিন আহমেদ, লিটন কুমার দাস, মুস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন ও তাওহিদ হৃদয়।

গত মাসে বিসিবি সভাপতির দায়িত্ব নেওয়ার পর ক্রিকেটারদের সঙ্গে ফারুক আহমেদের প্রথম আনুষ্ঠানিক বৈঠক ছিল এটিই। শেখ হাসিনা সরকারের পতনের পর দেশ ও বিসিবির পরিবর্তিত পরিস্থিতিতে বিপিএলসহ দেশের অন্যান্য সব ঘরোয়া টুর্নামেন্টের সামনে অনেক প্রশ্নবোধক চিহ্ন আছে। বিসিবি থেকে যদিও কোনো অনিশ্চয়তার কথা গত এক মাসে বলা হয়নি, তবু সার্বিক পরিস্থিতিতে একটা শঙ্কার জায়গা থাকেই।

Exit mobile version