বিসিবি সভাপতি হচ্ছেন ফারুক?! (ভিডিওসহ)

শেখ হাসিনা সরকারের পতনের পর পালিয়ে বেড়াচ্ছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। গুঞ্জন উঠেছে সভাপতির চেয়ার ছাড়তে সম্মত হয়েছেন এক সময়ের প্রবল প্রতাপশালী পাপন। ফলে দেশের ক্রিকেটীয় কার্যক্রম স্বাভাবিক রাখতেই প্রয়োজন নতুন সভাপতি। সেখানেও শুরু হয়েছে ইদুর দৌড়। বাতাসে ভাসছে তিনজনের নাম। সৈয়দ আশরাফুল হক ও নাজমুল আবেদীন ফাহিমের নাম উচ্চারিত হলেও ফারুক আহমেদেই আস্থা রাখছে অন্তর্বর্তীকালীন সরকার। ইতিমধ্যে শনিবার রাতে ফারুক আহমেদের সঙ্গে একান্তে বৈঠক করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বৈঠকে বিসিবির গঠনতন্ত্রসহ ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বাধ্যবাধকতা নিয়ে আলোচনা হয়েছে বলে সূত্র জানায়। এই বৈঠকেই মূলত ফারুকের বিসিবি প্রেসিডেন্ট হওয়ার বিষয়টি চূড়ান্ত হয়েছে বলে নিশ্চিত হয়েছে খেলা ডট লাইভ। কমিটি গঠনের সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, ফারুক আহমেদের প্রেসিডেন্ট হওয়ার বিষয়টি প্রায় চূড়ান্ত। গতকাল তার সঙ্গে বৈঠক করেছেন উপদেষ্টা। এখন কীভাবে কী হবে, সেটা নিয়ে কাজ চলছে। এদিকে, প্রেসিডেন্ট পদ নিয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন ফারুক আহমেদ।

তিনি খেলা ডটলাইভকে মুঠোফোনে বলেন, ‘কথা চলছে, এখনো সিদ্ধান্ত হয়নি। সভাপতি হয়ে যাচ্ছি বলা যাবে না। আলোচনা হচ্ছে বলতে পারেন।’

তবে বিসিবির গঠনতন্ত্রে স্পষ্ট করে লেখা আছে, পরিচালকদের মধ্য থেকে নির্বাচিত হবে প্রেসিডেন্ট। কিন্তু ফারুক আহমেদ বিসিবির পরিচালক পদে নেই। ফলে সভাপতি হিসেবে জাতীয় দলের সাবেক অধিনায়ক ও প্রধান নির্বাচক তাকে জাতীয় ক্রীড়া পরিষদের মাধ্যমে মনোনীত করে পরিচালক হিসেবে বিসিবিতে আনতে হবে।

Exit mobile version