টেস্ট সিরিজে হতাশার পরও ওয়ানডে সিরিজে জয় পেয়ে স্বস্তি পেয়েছে ভারত। বিরাট কোহলি ও রোহিত শর্মার ব্যাট থেকে আসা গুরুত্বপূর্ণ ইনিংসে দলের আত্মবিশ্বাস ফিরে এসেছে। এই পরিস্থিতিতে ভারতীয় ক্রিকেট বোর্ড ( বিসিসিআই ) দ্বিতীয় ওয়ানডের আগে বিশেষ বৈঠক ডেকেছে, যা বুধবার (৩ ডিসেম্বর) রায়পুরে অনুষ্ঠিত হবে।
ভারতীয় গণমাধ্যম স্পোর্টস্টারের তথ্য অনুযায়ী, বৈঠকে উপস্থিত থাকবেন বিসিসিআই সচিব দেবজিৎ সাইকা, যুগ্ম সচিব প্রভতেজ সিং ভাটিয়া, প্রধান কোচ গৌতম গম্ভীর এবং জাতীয় নির্বাচক কমিটির চেয়ারম্যান অজিত আগরকর। তবে বিসিসিআই সভাপতি মিঠুন মানহাস উপস্থিত থাকবেন কি না, তা এখনো নিশ্চিত নয়। ম্যাচের দিন হওয়ায় জ্যেষ্ঠ ক্রিকেটারদের ডাকা হওয়ার সম্ভাবনা কম।
বিসিসিআইয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, বৈঠকের মূল লক্ষ্য হবে ভারত দলের রোডম্যাপ নির্ধারণ, নির্বাচক ও টিম ম্যানেজমেন্টের মধ্যে দূরত্ব কমানো এবং নির্বাচনে ধারাবাহিকতা নিশ্চিত করা। এছাড়া ক্রিকেটারদের ব্যক্তিগত উন্নতি এবং দলের সামগ্রিক পারফরম্যান্স উন্নত করাও এজেন্ডার অংশ।
তিনি আরও বলেন, ‘ঘরের মাঠে টেস্টে মাঠের ভিতরে ও বাইরে কিছু বিভ্রান্তিকর পরিস্থিতি দেখা গেছে। আমাদের এখন স্পষ্টতা এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা দরকার, বিশেষ করে পরবর্তী টেস্ট সিরিজ আট মাস পরে অনুষ্ঠিত হবে।’
সিনিয়র কর্মকর্তা স্বীকার করেছেন, টিম ম্যানেজমেন্ট এবং সিনিয়র ক্রিকেটারদের মধ্যে যোগাযোগের ঘাটতি নিয়ে উদ্বেগ রয়েছে। তার ভাষায়, ‘ভারত আগামী বছরের টি-২০ বিশ্বকাপে শিরোপা ধরে রাখার অন্যতম শক্তিশালী দাবিদার এবং পরবর্তী ওয়ানডে বিশ্বকাপেও প্রতিদ্বন্দ্বী। তাই এই সমস্যা দ্রুত সমাধান করা জরুরি।’
স্পোর্টস্টারের প্রতিবেদনে বলা হয়েছে, আনুষ্ঠানিকভাবে কারো নাম না হলেও বিরাট কোহলি ও রোহিত শর্মার মতো অভিজ্ঞ ক্রিকেটারদের সঙ্গে বর্তমান ম্যানেজমেন্টের যোগাযোগ কমে যাওয়ায় অস্বস্তি তৈরি হচ্ছে। গত বছর টি-২০ থেকে অবসর নেওয়া এবং ২০২৫ সালের শুরুতে টেস্ট ক্রিকেট থেকে সরে যাওয়ার পর এই দুই তারকার সঙ্গে কথাবার্তা আগের তুলনায় কমে গেছে বলে ধারাবাহিক গুঞ্জন রয়েছে।
বৈঠকটি ভারতীয় ক্রিকেটকে দীর্ঘমেয়াদে আরও মজবুত করার উদ্দেশ্যে নতুন পরিকল্পনা ও স্পষ্ট নির্দেশনার জন্য পরিচালিত হবে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















