জিয়া ক্রিকেট টুর্নামেন্টের বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতা শেষে আগামীকাল বুধবার, ১৫ অক্টোবর থেকে ঢাকার সিটি ক্লাব মাঠে শুরু হচ্ছে চূড়ান্ত পর্বের খেলা। সকাল ৯টায় চূড়ান্ত পর্বের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে বরিশাল ও ফরিদপুর বিভাগ।
মিরপুর সিটি ক্লাব মাঠে চূড়ান্ত পর্বের উদ্বোধন করবেন বিসিবি সভাপতি ও সাবেক জাতীয় অধিনায়ক ফারুক আহমেদ এবং বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ক্রীড়া সম্পাদক ও সাবেক জাতীয় ফুটবলার আমিনুল হক।