বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বিসিবি’র ১৭তম সভাপতি হিসেবে দায়ীত্ব নেয়ার পর জাতীয় দলের সাবেক ও বর্তমান ক্রিকেটারদের অভিনন্দন বার্তা পাচ্ছেন আমিনুল ইসলাম বুলবুল। বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ানের হাতে দেশের ক্রিকেটের উজ্জ্বল ভবিষ্যৎ দেখছেন তারা।
জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল বুলবুলের সাথে দুবাইয়ে আইসিসি’র প্রধান কার্যালয়ের সামনে তোলা ছবি শেয়ার করে দীর্ঘ এক বার্তা দিয়েছেন।
আশারাফুলে লিখেছেন, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হিসেবে আমিনুল ইসলাম বুলবুল ভাই, আপনি নির্বাচিত হওয়া আমার জন্য এক অসীম আনন্দের ও গর্বের বিষয়। আপনিই আমাদের দেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান, একজন সত্যিকারের ক্রিকেট আইকন, যাঁর নেতৃত্বে বাংলাদেশ ক্রিকেট এক নতুন পথচলার সূচনা করেছিল।’
‘আপনার হাত ধরে আমি কোচিংয়ে এসেছি, আপনাকে পেয়েছি দুঃসময়ে, আর প্রতিটি মুহূর্তে আপনার অনুপ্রেরণাই আমাকে সাহস জুগিয়েছে। শুধু বাংলাদেশের মাটিতে নয়, জাপান-চায়নার মত আন্তর্জাতিক পরিসরে ক্রিকেট ছড়িয়ে দেওয়াতেও আপনার অবদান অনন্য।’
ইমরুল কায়েস লিখেছেন, ‘বাংলাদেশের ক্রিকেটকে কালো থাবা থেকে দূরে রাখতে আমরা কিছু মানুষ সব সময়ই সোচ্চার হই। ভালো কিছুর প্রত্যাশা রাখলেও, দুর্ভাগ্যবশত অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং দুর্বল ব্যবস্থাপনার কারণে সেই প্রত্যাশা পূরণ হয় না। দেশের ক্রিকেটের এই লজ্জাজনক পরিস্থিতি থেকে মুক্তির জন্য আমরা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছি। আমরা আশা করি, নতুন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি বুলবুল ভাই সততা, সাহসিকতা ও দূরদর্শিতার সাথে তার দায়িত্ব পালন করবেন।
আমিনুল ইসলাম বুলবুলের দীর্ঘ অভিজ্ঞতার কথা উল্লেখ করে ইমরুল বলেন, ‘তিনি একজন অভিজ্ঞ ক্রিকেটার এবং খেলোয়াড়ি জীবনে নিষ্ঠা ও পেশাদারিত্বের উদাহরণ রেখেছেন। এই অবস্থায় তার কাঁধে অনেক বড় দায়িত্ব পড়েছে — শুধু প্রশাসনিক শৃঙ্খলা ফেরানো নয়, বরং জাতীয় দলের প্রতি মানুষের হারিয়ে যাওয়া আস্থা পুনরুদ্ধার করাও তার অন্যতম চ্যালেঞ্জ। উনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















