ফিক্সিং নিয়ে মুখ খুললেন বুলবুল!

আগামী ১৪ সেপ্টেম্বর থেকে শুরু হবে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) টি-টোয়েন্টি আসর। তবে টুর্নামেন্ট শুরুর আগেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে ফিক্সিং প্রসঙ্গ। সাম্প্রতিক সময়ে দেশের ক্রিকেটে সবচেয়ে আলোচিত ইস্যু হয়ে দাঁড়িয়েছে এই ফিক্সিং। বিপিএলের সর্বশেষ আসরেও ফিক্সিংয়ের সন্দেহে এখনো তদন্ত চলছে

শোনা যাচ্ছে, বিপিএলের সেই অভিযোগের জের ধরেই কয়েকজন ক্রিকেটারকে এবারের এনসিএল টি-টোয়েন্টিতে না-ও দেখা যেতে পারে। একই সঙ্গে টুর্নামেন্টকে ফিক্সিং থেকে দূরে রাখার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

গতকাল (৮ সেপ্টেম্বর) গণমাধ্যমকে তিনি বলেন,

‘যারা এই টুর্নামেন্টে যুক্ত থাকবেন, তাদের কাছে অনুরোধ থাকবে খেলাটাকে রক্ষা করার। ফিক্সিং থেকে মুক্ত রাখা আমাদের দায়িত্ব। বিভিন্ন দিক থেকে অফার আসে, কিন্তু সেখান থেকে খেলাটাকে পরিষ্কার রাখতে হবে। এবারের লিগ আমরা এমনভাবে পরিচালনা করব, যাতে কোনো সন্দেহের জায়গাই না থাকে।’

এশিয়া কাপে অংশ নিতে বাংলাদেশ জাতীয় দল বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছে। একই সময়ে দেশের মাটিতে মাঠে গড়াবে প্রতিযোগিতামূলক এই ঘরোয়া আসর। বিসিবি সভাপতি মনে করেন, জাতীয় দল বাইরে থাকলেও ঘরোয়া ক্রিকেটে প্রতিভাবান খেলোয়াড়ের অভাব নেই।

তার ভাষায়,

‘ভালো দিক হলো—আমাদের মূল দল এখন দুবাইতে খেললেও এখানে একটি মানসম্পন্ন টুর্নামেন্ট আয়োজন সম্ভব হচ্ছে। এর মানে আমাদের অনেক ভালো ক্রিকেটার আছে। গেম ডেভেলপমেন্ট কমিটি এই আয়োজনের কৃতিত্ব পাওয়ার যোগ্য। তারা দারুণ মাঠ প্রস্তুত করছে, উইকেট আর আউটফিল্ড সবকিছু ঠিকঠাক করছে।’

Exit mobile version