বৃষ্টিতে পণ্ড শ্রীলঙ্কা-নেপাল ম্যাচ, স্বস্তিতে বাংলাদেশ

টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপে যুক্তরাষ্ট্র পর্ব শেষে বাংলাদেশ দল এখন ক্যারিবিয়ান অঞ্চলে। বিশ্বকাপে নিজেদের বাকি দুই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত হবে। আর সেখানে বসেই নতুন সুসংবাদ পেল টাইগাররা।

কারণ নেপালের বিপক্ষে শ্রীলঙ্কার ম্যাচটি বৃষ্টিতে ভেসে গেছে। তাতে কিছুটা স্বস্তি মিলেছে বাংলাদেশের জন্য। বিশ্বকাপে নিজেদের পরের ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে জয় পেলেই সুপার এইটে এক পা দিয়ে রাখবে বাংলাদেশ।

ফ্লোরিডার লডারহিলে শ্রীলঙ্কার জন্য ম্যাচটি ছিল বাঁচা মরা। দুই ম্যাচ জয়শূন্য থাকা লংকানরা অবশ্য মাঠেই নামতে পারেনি। ম্যাচের পুরো সময়টাই বৃষ্টির তাণ্ডব চলেছে। ফলে বিপদ বেড়েছে ২০১৪ চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার। ৩ ম্যাচ ১ পয়েন্ট নিয়ে কার্যত বিদায় হয়ে গিয়েছে তাদের।

বৃষ্টির কারণে শ্রীলঙ্কা-নেপাল ম্যাচটি মাঠে গড়ায়নি। টানা বৃষ্টির কারণে খেলা হওয়া তো দূরের কথা, টসও গড়ায়নি মাঠে। ফলে ম্যাচটি বাতিল করে দেয় আম্পায়াররা।

Exit mobile version